ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে খাদ্যপণ্য ও কৃষিজাত উপকরণের আন্তর্জাতিক প্রদর্শনী

প্রকাশিত: ০৫:০৯, ১৩ মার্চ ২০১৮

শুরু হচ্ছে খাদ্যপণ্য ও কৃষিজাত  উপকরণের আন্তর্জাতিক প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চারদিনব্যাপী বসছে খাদ্যপণ্য এবং কৃষিজাত উপকরণের আন্তর্জাতিক প্রদর্শনী। আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস্ গ্লোবাল এর আয়োজনে ‘৩য় ফুড এন্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮’; ’৩য় এগ্রোক্যাম বাংলাদেশ এক্সপো ২০১৮’ এবং ’৩য় ইন্টারন্যাশনাল পোল্ট্রি এন্ড লাইভস্টোক বাংলাদেশ এক্সপো ২০১৮’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১-২৪ মার্চ এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই তথ্য জানান। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইউএসএ, শ্রীলংকা, চায়না, রাশিয়া, ভিয়েতনাম, ভারত ও বাংলাদেশের খাদ্যপণ্য, কৃষিজাত উপকরণ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রায় ১৩০টি প্রতিষ্ঠান ১৮০টি স্টল এই আন্তর্জাতিক প্রদর্শনীতে আংশগ্রহণ করছে। প্রদর্শনীতে খাদ্যপণ্য, পানীয়, কৃষিজাত পণ্য, পোল্ট্রি পণ্য, বিভিন্ন ধরণের কৃষি উপকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ মেশিনারিজ, রাসায়নিক উপকরণসহ বিভিন্ন ধরণের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদর্শন এবং বিপণনের বিশাল সমাহার। আয়োজকরা জানান, বাংলাদেশে খাদ্যশিল্প খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীতে ক্রেতা, পরিবেশক ও উদ্যোক্তাগণ কৃষির আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবেন। উৎপাদক ও ভোক্তার সরাসরি সাক্ষাৎ ও আলাপচারিতায় প্রদর্শনীটি একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে যা বাংলাদেশের খাদ্যশিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল ১০.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
×