ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার বাড়ছে সিমেন্টের দাম

প্রকাশিত: ০৫:০৭, ১৩ মার্চ ২০১৮

এবার বাড়ছে সিমেন্টের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ রডের পর এবার বাজারে দফায় দফায় বাড়ছে সিমেন্টের দাম। দুই সপ্তাহের ব্যবধানে প্রতিব্যাগ সিমেন্টে দাম বেড়েছে ৪০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় সিমেন্টের উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি তাদের দাবি, বাড়তি বিপণন খরচের প্রভাবও পড়েছে সিমেন্ট বাজারে। অর্থনীতিবিদদের আশঙ্কা নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে আবাসন খাত ও সরকারী উন্নয়ন প্রকল্পে। মানুষের জীবনমানের উন্নয়নের সঙ্গে সরাসরি জড়িত অবকাঠামোর উন্নয়ন। তাই রাস্তাঘাট, শিল্প স্থাপনা ও আবাসন খাতে চলে বিরামহীন কর্মযজ্ঞ। এতে প্রতিনিয়তই বাড়ছে দেশের নির্মাণ খাতে সিমেন্টের ব্যবহার। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে সিমেন্টের উৎপাদনও থেমে নেই। বাজারে নতুন নতুন ব্রান্ডের সিমেন্ট এসেছে গত কয়েক বছরে। তবে সম্প্রতি সিমেন্টের দামে লেগেছে উর্ধমুখী হাওয়া। খুচরা বিক্রেতারা বলেন, ১৫ দিন আগে শাহ সিমেন্ট বিক্রি করেছি ৩৮০ টাকা। এখন বিক্রি করছি ৪১০ টাকা। যেখানে আমরা মাসে বিক্রি করতাম দুই হাজার তিন হাজার ব্যাগ সেখানে এখন অর্ধেক বিক্রি করতে হয়। আরও বিশ থেকে চল্লিশ টাকা বাড়বে। কেন বাড়ছে সিমেন্টের দাম এ প্রশ্নের উত্তরে উৎপাদন পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, সিমেন্ট তৈরিতে ব্যবহার হয়-ক্লিংকার, জিপসাম, লাইমস্টোন ও ফ্লাই এ্যাশ এ পাঁচ ধরনের কাঁচামাল ব্যবহার হয়। যার সবই আমদানি নির্ভর। আন্তর্জাতিক বাজারে গত কয়েক মাসে এসব উপকরণের দাম বেড়েছে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। এছাড়া মহাসড়কে ভারি যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশের কারণে, একই ভাড়ায় এখন ২৫ টনের জায়গায় ১৭ টন সিমেন্ট পরিবহন করা যাচ্ছে বলে জানান এ ব্যবসায়ী।
×