ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৮৩ শতাংশ ব্যাংকের দর কমেছে

প্রকাশিত: ০৫:০৫, ১৩ মার্চ ২০১৮

৮৩ শতাংশ ব্যাংকের দর কমেছে

ব্যাপক পতনে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ব্যাংক খাতের কোন প্রতিষ্ঠানেরই শেয়ার দর বাড়েনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে এদিন ২৫টির বা ৮৩ শতাংশের শেয়ার দর কমেছে এবং ৫টির বা ১৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। শেয়ার দর বাড়েনি একটি ব্যাংকেরও। শেয়ার দর সর্বোচ্চ কমেছে ডাচ বাংলা ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর কমেছে ২.১০ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১.৮০ টাকা কমেছে রূপালী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১.৪০ টাকা কমেছে ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর। -অর্থনৈতিক রিপোর্টার
×