ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৪, ১৩ মার্চ ২০১৮

 অব্যাহত দরপতনের প্রতিবাদে  বিনিয়োগকারীদের বিক্ষোভ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ কর্মসূচী করেছে বিনিয়োগকারীরা। সোমবার বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করা হয়েছে। সংগঠনটির সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, শেয়ারবাজারে পতন হওয়ার মতো কিছু ঘটেনি। পাতানো খেলার মাধ্যমে বাজারে কৃত্রিম প্রভাব ফেলানো হচ্ছে। এক্ষেত্রে ২০১০ সালের রাঘব বোয়ালরা জড়িত। যাদের নাম ইব্রাহিম খালেদের তদন্তে উঠে এসেছিল। তাদের আইনের আওতায় আনতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি বলেন, শেয়ারবাজারের বর্তমান মন্দাবস্থায়ও আইসিবি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে নিষ্ক্রিয় রয়েছে। বিষয়টি অবশ্যই তদন্ত হওয়া উচিত। তিনি আরও বলেন, আমরা ঐক্য পরিষদের ব্যানারে বাজারে কৃত্রিম পতনের প্রতিবাদে দুপুর ১টা ৪৫ মিনিটে ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করি। এ সময় ২০-২৫ জন বিনিয়োগকারী উপস্থিত ছিল। বিক্ষোভের সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান সাক্ষাতের জন্য বিনিয়োগকারীদের ডাকেন বলে জানান মিজান-উর রশিদ চৌধুরী। এর আলোকে দুপুর ২টা ১০ মিনিটে ডিএসইর ভবনে ঢুকে চেয়ারম্যান সঙ্গে দেখা করে বেশকিছু দাবি রাখি। এসব দাবির মধ্যে অন্যতম হলো শেয়ারবাজারে অপ্রদশিত (কালো) টাকা প্রবেশের অবাধ ব্যবস্থা রাখা। কারণ অপ্রদশিত অর্থ না ঢুকলে শেয়ারবাজারে তারল্য প্রবাহ বাড়বে না। লেনদেনেও আসবে না নতুন ইতিবাচক গতি। আবার শেয়ারবাজারের স্বাভাবিক গতি নষ্ট করছে স্বল্পপুঁজির কোম্পানি এমন অভিযোগ এনে স্বল্পপুঁজির কোম্পানি অনুমোদন বন্ধের দাবি রাখেন। একইসঙ্গে বাজারের উন্নয়ন স্বার্থে দেশের বড় (সরকারী-বেসরকারী) ও বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত দাবি রাখেন। পাশাপাশি অতীতের বাজার পতনের রাঘব বোয়ালদের বিচার দাবি রাখেন। এসব দাবির সঙ্গে ডিএসইর চেয়ারম্যানও সহমত পোষণ করেন বলে জানান মিজান-উর-রশিদ চৌধুরী। তিনি আরও বলেন, মঙ্গলবার বাজারে পতন হলে ফের বিক্ষোভে নামবেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শেয়ারবাজার পতনে রয়েছে। সোমবারও পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমে ৫ হাজার ৭০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে ডিএসইএক্স সাড়ে ৮ মাস আগের অবস্থানে নেমে গেছে।
×