ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চার খাতের শতভাগ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৫:০৪, ১৩ মার্চ ২০১৮

চার খাতের শতভাগ কোম্পানির দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাপক পতনে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চার খাতের শতভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। শতভাগ প্রতিষ্ঠানের পতন হওয়া খাতগুলো হলো : পাট, সেবা ও আবাসন, চামড়া এবং টেলিযোগাযোগ। পাট ॥ এ খাতের তিনটি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর সর্বোচ্চ কমেছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭.১০ টাকা। এছাড়া সোনালি আঁশের ৪.৮০ টাকা ও জুট স্পিনার্সের শেয়ার দর কমেছে ৪.১০ টাকা। সেবা ও আবাসন ॥ এ খাতে চারটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর ১ টাকা করে কমেছে ইস্টার্ন হাউজিং এবং শমরিতা হসপিটালের শেয়ার দর। এছাড়া সামিট এ্যালায়েন্স পোর্টের ০.৮০ টাকা ও সাইফ পাওয়ারটেকের শেয়ার দর ০.৭০ টাকা কমেছে। চামড়া ॥ এ খাতের ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর সর্বোচ্চ কমেছে বাটা সু’র। বাটা সু’র দর কমেছে ২৭ টাকা। এখাতে দ্বিতীয় সর্বোচ্চ ৪.৪০ টাকা শেয়ার দর কমেছে এপেক্স ট্যানারির এবং তৃতীয় সর্বোচ্চ ২.৭০ টাকা কমেছে লিগ্যাছি ফুটওয়্যারের শেয়ার দর। এছাড়া সমতা লেদারের ২.৪০ টাকা, এপেক্স ফুটের ২.৩০ টাকা এবং ফরচুন সু’র ০.৮০ টাকা কমেছে। টেলিযোগাযোগ ॥ এ খাতের দুই প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২.৬০ টাকা এবং গ্রামীণফোনের শেয়ার দর ২ টাকা কমেছে।
×