ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বর্ণের মান পরীক্ষায় ‘হলমার্ক’মেশিন

প্রকাশিত: ০৫:০২, ১৩ মার্চ ২০১৮

 স্বর্ণের মান পরীক্ষায় ‘হলমার্ক’মেশিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বর্ণালঙ্কারের মান পরীক্ষায় চট্টগ্রামে উদ্বোধন হয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন ‘হলমার্ক’। নগরীর কে সি দে রোডে বিশেষায়িত প্রতিষ্ঠান সিসি সেন্টারের গোল্ড টেস্টিং ল্যাবে সোমবার বিকেলে এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সংশ্লিষ্ট সংস্থাটি জানায়, এর ফলে ক্রেতাসাধারণ তাদের ক্রয় করা স্বর্ণের মান সম্পর্কে হলমার্ক চিহ্নের মাধ্যমে সুনিশ্চিত হতে পারবেন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিদেশী স্বর্ণালঙ্কারের হলমার্ক স্ট্যাম্প থাকা বাধ্যতামূলক। এখন থেকে চট্টগ্রামেও ক্রেতারা এ চিহ্ন দেখে নিলে প্রতারিত হওয়ার ভয় থাকবে না। যদি কেউ প্রতারিত হয় তাহলে আইনী সহায়তার ক্ষেত্রে হলমার্ক কর্তৃপক্ষ বিনামূল্যে সার্বিক সহযোগিতা প্রদান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার উত্তম চক্রবর্তী, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল কান্তি ধর, স্বপন চৌধুরী প্রমুখ।
×