ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৬৮ নারীকে সেলাই প্রশিক্ষণ

প্রকাশিত: ০৫:০২, ১৩ মার্চ ২০১৮

৬৮ নারীকে সেলাই প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও, ১২ মার্চ ॥ জেলার হরিপুর উপজেলার মরাধর মোলানী সীমান্ত এলাকায় স্বনির্ভর সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিরতণ করা হয়েছে। সোমবার দুপুরে হরিপুর গেদুরা মোলানী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৩০ বিজিবি আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন ঠাকুরগাঁও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস্)র সহ-সভানেত্রী ফারজানা হোসেন, সাধারণ সম্পাদিকা রিফা হায়দার, ফারমিদা আক্তার মুন্নি। এ প্রশিক্ষণে এলাকার মোট ৬৮ জন নারী অংশগ্রহণ করে। উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকার বেশির ভাগ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় চোরাচালানসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছিল। ৩০ বিজিবি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধসহ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
×