ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে সেচের পানির দাবিতে কৃষক বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০১, ১৩ মার্চ ২০১৮

আদমদীঘিতে সেচের পানির দাবিতে কৃষক  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১২ মার্চ ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পশ্চিম মাঠে তিন শতাধিক বিঘা জমিতে সেচের পানির দাবিতে সোমবার দুপুরে ওই গ্রামের শতাধিক কৃষক উপজেলা সদরে সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করে এবং ইউএনওকে স্মারকলিপি প্রদান করেছেন। জানা গেছে, গ্রামের দুই পক্ষের দলাদলির কারণে চলতি ইরি-বোরো রোপন মৌসুমের শেষ পর্যায়ে এসেও অনাবাদি রয়েছে তিন শতাধিক বিঘা জমির চাষাবাদ। ওই গ্রামের কৃষক তহিদুল ইসলাম, শাহিন আলম, আব্দুল মজিদ, বাবু মিয়া, মাসুদ আলমসহ অন্যরা জানান, তাদের ওই পরিমাণ জমিতে ইরি-বোরো ও রবি শস্য চাষের জন্য ১৯৭৮ সালে বিএডিসি একটি গভীর নলকূপ স্থাপন করে। সেটি গ্রামের মসজিদ কমিটি দিয়ে পরিচালনা করা হতো। সেটির ব্যবস্থাপক করা ছিল মসজিদ কমিটির সাবেক সভাপতি আব্দুল গফুর হাজী নামের ব্যক্তিকে। ১৯৯০ সালে নলকূপটি বিএডিসি’র নিকট থেকে ব্যক্তি নামে করে নেয় গফুর হাজী। এরপর গত ইরি-বোরো মৌসুম পর্যন্ত তিনি ওই জমিগুলোতে সেচ দিয়ে আসছিলেন। কিন্তু গত জুলাই মাসে গ্রামের মসজিদ ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নেতৃত্ব দেয়াসহ নানা বিষয় নিয়ে শুরু হয় দলাদলি। এক পর্যায়ে ঘটে মারপিট ও ধাওয়া পাল্টাধাওয়া ও মামলা পাল্টা মামলার ঘটনা।
×