ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গা তীরে স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৫:০০, ১৩ মার্চ ২০১৮

বুড়িগঙ্গা তীরে স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১২ মার্চ ॥ বুড়িগঙ্গার দক্ষিণ তীরে পানগাঁও পোর্ট হতে দোলেশ্বর পর্যন্ত প্রায় এক কিমি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উচ্ছেদ অভিযানের মাধ্যমে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে, পাকা ভবন, টিনশেড ঘর, আধাপাকা ঘর, ঝুপড়ি ও টংঘর। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তির নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক (ল্যান্ড) এসএম শাহেদ রেজা, উপ-পরিচালক গোলাম মোস্তফা। উচ্ছেদ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা সহায়তা করেন।
×