ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে দুই তরুণ, নাটোরে শিশু ও শ্রমিক, রাজশাহীতে আরোহী এবং রূপগঞ্জে গার্মেন্টস কর্মচারী নিহত হয়েছেন।- খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা

সড়ক দুর্ঘটনায় দুই তরুণসহ নিহত ৬

প্রকাশিত: ০৫:০০, ১৩ মার্চ ২০১৮

সড়ক দুর্ঘটনায় দুই তরুণসহ নিহত ৬

ফরিদপুর একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত ও একজন আহত হয়েছে। রবিবার রাত সোয়া ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের বারেক বাছাড়ের বাড়ির সামনে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চরভদ্রাসন সদর ইউনিয়নের উত্তর আলমনগর মধু সিকদারের ডাঙ্গী গ্রামের রশিদ মুন্সীর ছেলে মাসুদ মুন্সী (২১) ও একই ইউনিয়নের আব্দুল সিকদারের ডাঙ্গী গ্রামের শেখ আব্দুল ওহাবের ছেলে চরভদ্রাসন সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান মিঠু (১৮)। আহত হয়েছেন উত্তর আলমনগর গ্রামের কালাম ব্যাপারীর ছেলে চরভদ্রাসন সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র আরশাদ ব্যাপারী (১৯)। চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বিশ্বাস জানান, ওই তিন তরুণ একটি মোটরসাইকেলে করে ফরিদপুর থেকে চরভদ্রাসনে আসার পথে লোহারটেক এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি শিশু গাছে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিন আরোহীই মারাত্মকভাবে আহত হন। . নাটোর সিংড়া ও বড়াইগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সিংড়া উপজেলার বিলদহর-কলম আঞ্চলিক সড়কের সোনাপুর বটতলা এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় কুলসুম নামে (৩) এক শিশু নিহত হয়েছে। সে চামারী ইউনিয়নের সোনাপুর বটতলা গ্রামের মন্টু আলীর মেয়ে। এ ঘটনায় ঘাতক পিকআপ চালক মোতালেবকে আটক ও পিকআপটিকে জব্দ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি থেকে বাজারে আসার পথে রাস্তা পারাপারের সময় চামারী ইউনিয়নের সোনাপুর বটতলা মোড়ে একটি পিকআপ কুলসুমকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে সামনে পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয় কুলসুম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, বড়াইগ্রামে ট্রাকের চাপায় সোহানুর রহমান সোহান (২০) নামে এক চালকল শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি রশিদ অটো রাইস মিল গেট এলাকায় তার মৃত্যু হয়। নিহত সোহান একই অটো রাইস মিলের শ্রমিক। . রাজশাহী বাসের ধাক্কায় আইয়ুব আলী (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আইয়ুব রাজশাহী নগরীর উপকণ্ঠ চককাপাশিয়া গ্রামের মোজাহার আলীর ছেলে। রবিবার রাত ১১টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালি থানার ওসি মেহেদী হাসান জানান, ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে রাতে মোটরসাইকেল চালিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন আইয়ুব আলী। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। . রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস চাপায় নুরুল আমিন (৫২) নামে এক গার্মেন্টস কর্মচারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত নুরুল আমিন রাজধানীর ডেমরা এলাকার মৃত মুসলিম বেপারীর ছেলে। তিনি উপজেলার আউখাব এলাকার পদ্মা টেক্সটাইলের কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, বাসা থেকে কর্মস্থল পদ্মা টেক্সটাইলে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় যাতায়াত পরিবহনের একটি দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
×