ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫৬, ১৩ মার্চ ২০১৮

টুকরো খবর

রাকসু নির্বাচনের দাবিতে রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে আলোকচিত্র প্রদর্শনী করেছে ছাত্র ইউনিয়ন। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে দুই দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি এএম শাকিল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিঠুন চন্দ্র মহন্ত, সদস্য শাকিলা খাতুন প্রমুখ। . জাল টাকাসহ দুই যুবক আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ বাজার থেকে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, রবিবার বিকেলে বাজারের ব্যবসায়ীরা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলোÑ উপজেলার ভুতেরদিয়া গ্রামের আমিনুল ইসলাম ও দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের ফাহাদ হোসেন। পুলিশ আরও জানান, ক্রেতা সেজে ওই দুই যুবক মামুনের দোকান থেকে চাল ক্রয় করে এক হাজার টাকার একটি নোট দেয়। ব্যবসায়ী মামুন নোটটি জাল দাবি করলে দুই যুবক পালানোর চেষ্টা করে। এ সময় ব্যবসায়ীরা তাদের ধাওয়া করে আটক করার পর এক হাজার টাকার আরও ২৮টি জাল নোট জব্দ করা হয়। . ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১২ মার্চ ॥ লক্ষ্মীপুরে নারী ও শিশু দমন আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-২ ধর্ষণ মামলার আসামি ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে। আসামি পলাতক থাকা অবস্থায় সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ নজমুল হুদা তালুকদার আসামির বিরুদ্ধে এ রায় দেন। বিচারক আসামির বিরুদ্ধে নগদ এক লাখ টাকা . . জরিমানার আদেশ দেন। উল্লেখ্য, ২০১২ সালে সদর উপজেলার কুশাখালী গ্রামের আসামি ফারুক হোসেনের উপর্যুপরি ধর্ষণের কারণে ভিকটিম নিহত রুমা আক্তার (১৭) অনাকাক্সিক্ষভাবে গর্ভবতী হয়ে পড়ে। এক পর্যায়ে আসামি রুমার গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টাকালে অনাক্সিক্ষত গর্ভের সন্তানসহ ভিকটিম মারা যায়। পরে ভিকটিমের পালক পিতা হানিফ নিজে বাদি হয়ে ফারুক হোসেনসহ দু’জন আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে একমাত্র আসামি ফারুক হোসেনকে দায়ী করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। . চট্টগ্রামে শিবির ক্যাডার মাসুম গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সাতকানিয়া থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামের দেহরক্ষী, বহু মামলা আসামি শিবির ক্যাডার মোঃ মাসুমকে (৩০) গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে সাতকানিয়ার হাশমতের দোকান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সাবেক এমপির দেহরক্ষী মোঃ মাসুমের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতা, বিস্ফোরক দ্রব্য রাখা, অগ্নিসংযোগ এবং এলাকায় ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ডজনখানেক মামলা রয়েছে। ২০১৩ এবং ২০১৪ সালে চট্টগ্রাম কক্সবাজার-মহাসড়কে সাতকানিয়া এলাকায় আন্দোলনের নামে যে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা ছিল মাসুমের। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ১০টিতে গ্রেফতারি পরোয়ানা ছিল। রবিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। . তিন মাদক বিক্রেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ মার্চ ॥ কুমিল্লায় বিপুলপরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার দেবপুর ও ছয়গ্রাম বাজার এলাকায় বুড়িচং থানা পুলিশ এ পৃথক অভিযান চালায়। জানা যায়, মাদকের একটি বড় চালান যাচ্ছে- খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দেবপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ৮ হাজার ২৭৮ ইয়াবাসহ বাসের যাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মোঃ সালেককে আটক করা হয়। পৃথক অভিযানে থানা পুলিশের অপর একটি দল ওই উপজেলার ছয়গ্রাম বাজার থেকে ২০ কেজি গাঁজাসহ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের রফিক, একই এলাকার এনায়েত হোসেনকে আটক করা হয়। . ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল নিক্ষেপ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ মার্চ ॥ রাণীনগরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে পরপর ৪টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে খট্টেশ্বর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান পিন্টুর বাড়িতে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে গ্রামের চার দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে, রবিবার রাতে রাণীনগর সদরের উত্তর রাজাপুর এলাকায় চকজান ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিল চলছিল। ওই মাহফিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। মাহফিল শেষে চেয়ারম্যান উত্তর রাজাপুর গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় ২টার দিকে কতিপয় দুর্বৃত্ত চেয়ারম্যান পিন্টুর বাড়ির মূল দরজায়, ব্যালকনি ও টিনের ছাউনিসহ চারটি স্থানে ককটেল নিক্ষেপ করে। ককটেলের বিকট শব্দে বাড়ির চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। . নেত্রকোনায় বাবা-মেয়ের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ মার্চ ॥ তৃষামণি নামে পাঁচ বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যার দায়ে পিতা ও কন্যাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও এক মাস করে কারাদন্ড দেয়া দেয়। দন্ডিতরা হলো- দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের মঙ্গল হোসেন (৫৫) ও তার কন্যা রুখসানা পারভীন ওরফে খুকুমণি (১৯)। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।
×