ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুর পৌর মেয়রের ওপর হামলা ॥ যুবক আটক

প্রকাশিত: ০৪:৫২, ১৩ মার্চ ২০১৮

লক্ষ্মীপুর পৌর মেয়রের ওপর হামলা ॥ যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১২ মার্চ ॥ লক্ষ্মীপুর পৌর মেয়র জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেন (৩৫) নামে এক যুবককে মেয়রের সমর্থকরা আটকের পর বেধড়ক প্রহার করার পর পুলিশে সোপর্দ করেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেয়রের বাসভবনের অদূরে প্রয়াত এ্যাডভোকেট নুরুল ইসলাম চত্বরের কাছে। তার পিতা সদর উপজেলার ধর্মপুর গ্রামের আবুল কাসেম। মেয়র তাহের জানান, সকালে যুবকটি অতর্কিতে তার সামনে এসে বলে আমি ইচ্ছা করলে এখনই আপনাকে হত্যা করতে পারি। আমি অমুক তমুকের আত্মীয় বলে পরিচয় দেয়ার চেষ্টা করে সে। এক পর্যায়ে মেয়রের চশমা ছুড়ে মারলে সেটি ভেঙ্গে যায়। স্থানীয়রা জানায়, মেয়রের সমর্থকরা ঘটনাটি আঁচ করতে পেরে যুবকটিকে বেঁধে ফেলে এবং বেধড়ক পিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে যুবকটি ঘটনাটি অস্বীকার করে। সে তার বাড়ি শহরের মোবারক কলোনিতে বলে প্রথমে দাবি করে। সে ঢাকা ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবসা করে। তবে পিতার নাম ঠিকই বলে। অপরদিকে সদর থানা পুলিশ জানায়, যুবকটি একজন মানসিক প্রতিবন্ধী।
×