ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুমতি ছাড়াই রাজশাহীতে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

প্রকাশিত: ০৪:৫২, ১৩ মার্চ ২০১৮

 অনুমতি ছাড়াই রাজশাহীতে  সমাবেশের প্রস্তুতি  নিচ্ছে বিএনপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রশাসনের অনুমতি না পেলেও বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের প্রস্তুতি শুরু করেছে নেতাকর্মীরা। ইতোমধ্যে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ১০ সাংগঠনিক জেলা নিয়ে আগামী ৩১ মার্চ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় এ সমাবেশ ঘোষণা করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, সমাবেশের জন্য মাদ্রাসা মাঠ নির্ধারণ করে গত ৮ মার্চ রাজশাহী মহানগর পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি। ওইদিন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিএনপি একটি দল সরাসরি আরএমপি কমিশনারের হাতে আবেদনপত্র তুলে দিয়েছেন। কিন্তু গত চারদিনেও পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাদের কিছুই জানানো হয়নি। ফলে সমাবেশ নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতি শুরু করেছে স্থানীয় বিএনপি। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আমরা নিয়ম মেনেই মহানগর পুলিশ কমিশনারের হাতে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছি। তিনি আশা প্রকাশ করে বলেন, পুলিশ প্রশাসন আমাদের মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি দেবে। সেই আশায় জনসভা সফল করতে এরই মধ্যে জেলায় জেলায় প্রচারাভিযান শুরু করে দিয়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফলের প্রস্তুতি হিসেবে ৯ মার্চ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজশাহী মহানগর কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগের আট জেলাসহ বিভাগের ১০ সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে যে কোন মূল্যে বিএনপির বিভাগীয় সমাবেশ করার সংকল্প প্রকাশ করা হয়। এজন্য জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও ব্যাপক প্রচার চালানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, গত ২২ ফেব্রুয়ারি মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী জনসভা করেছেন। একই স্থানে বিএনপি সমাবেশ করার জন্য আবেদন দিয়েছে পুলিশের কাছে। আমরা আশাকরি, পুলিশ বিএনপিকেও সমাবেশ করার অনুমতি দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান দেখাবে। এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি প্রসঙ্গে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, বিএনপির আবেদন পাওয়া গেছে। তবে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের মতামত সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, দেশের অন্যান্য বিভাগীয় শহরে যেমন সিদ্ধান্ত হয়েছে রাজশাহীতেও তাই হবে।
×