ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণ ॥ সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫১, ১৩ মার্চ ২০১৮

ধর্ষণ ॥ সিরাজগঞ্জ  জেলা ছাত্রলীগের  নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা রিয়াদ হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে সাত দিনের জন্য রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদনও করেছে পিবিআই। পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিআইবি) বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন। রিয়াদ হোসেন জেলা ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃত হওয়া সহ-সভাপতি। ধর্ষণের দায়ে অভিযুক্ত হওয়ার পর পরই কেন্দ্র থেকে তিনি সাময়িক বহিষ্কৃত হন। তার বাড়ি বেলকুচি উপজেলার চরচালা গ্রামে। স্কুলছাত্রী ধর্ষণ ছাড়াও বেলকুচি পৌরসভা কার্যালয়ে ভাংচুর ও নারী মেয়রকে লাঞ্ছিত করা, বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সাংসদ আব্দুল মজিদ মন্ডলকে নিয়ে কটূক্তি করায় অভিযোগে বেশ ক’টি মামলারও চার্জশীটভুক্ত পলাতক আসামি রিয়াদ। গত ১৩ অক্টোবর বেলকুচির কলাগাছি গ্রামের এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর মামা পরবর্তীতে রিয়াদসহ ৫ জনকে অভিযুক্ত করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। আদালত মামলার তদন্তভার পিবিআই পুলিশকে দেয়।
×