ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কটকা ট্র্যাজেডি দিবস আজ ॥ খুবিতে কর্মসূচী

প্রকাশিত: ০৪:৫১, ১৩ মার্চ ২০১৮

কটকা ট্র্যাজেডি দিবস আজ ॥ খুবিতে  কর্মসূচী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আজ মঙ্গলবার কটকা ট্রাজেডি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন। প্রতিবছর এই দিনটিতে ‘খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর খুবিতে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় কালো ব্যাজ ধারণ, পৌনে ১১টায় শোকর‌্যালি, ১১টায় ক্যাম্পাসে কটকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১১টায় প্রদর্শনীর উদ্বোধন, এর পর মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে দোয়া মাহফিল ও প্রার্থনা, বাদ যোহর এতিমদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ, বিকেল সাড়ে ৫ টায় কটকা স্মৃতিসৌধে শোকসভা ও স্মৃতিচারণ, সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যা ৭ টায় তথ্য-চিত্র প্রদর্শন।
×