ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে সালিশে পিটুনিতে মাতব্বর নিহত

প্রকাশিত: ০৪:৫১, ১৩ মার্চ ২০১৮

 জামালপুরে সালিশে  পিটুনিতে মাতব্বর  নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১২ মার্চ ॥ জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নে সালিশে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের পিটুনিতে স্থানীয় বিএনপি নেতা ও মাতব্বর বাবর আলী নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের শাহপাড়া গ্রামের কাজেম উদ্দিন ও ময়েজ উদ্দিনের মধ্যে বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই গ্রামের ব্যবসায়ী ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলী নিজে উদ্যোগী হয়ে বিরোধ মীমাংসা করার জন্য সোমবার সকাল নয়টার দিকে ময়েজ উদ্দিনের বাড়ির উঠানে সালিশ ডাকেন। সালিশের একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া বেধে যায়। ঝগড়ার এক পর্যায়ে ময়েজ উদ্দিনের লোকজন কাঠের চলা দিয়ে মাতব্বর বাবর আলীর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
×