ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার ॥ ৬ মাসেই খানাখন্দ

প্রকাশিত: ০৪:৪৯, ১৩ মার্চ ২০১৮

বরিশালে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার ॥  ৬	মাসেই খানাখন্দ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সওজের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী দিয়ে নামেমাত্র সংস্কার কাজ করায় জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের ছয় মাস যেতে না যেতেই আগেররূপে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে জেলার আগৈলঝাড়া সদর থেকে ঘোষেরহাট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের পুরো অংশ এখন ডেলিভারি সড়ক নামে পরিচিতি লাভ করেছে। জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা সদর থেকে ডাসার সড়কের রাজিহার-বাশাইল হয়ে ঘোষেরহাট পর্যন্ত সড়কটি দশ মাস আগে ২৫ লাখ টাকা ব্যয়ে সংস্কারের কার্যাদেশ দেয়া হয় মেসার্স জেবি টেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মূল ঠিকাদারের কাছ থেকে গৌরনদী আশোকাঠী এলাকার জনৈক ফরহাদ মিয়া কাজটি ক্রয় করে নিম্নমানের খোয়া ও বিটুমিন দিয়ে সওজের এসও হানিফ মিয়ার তত্ত্বাবধানে নামেমাত্র কাজ সম্পন্ন করে। স্থানীয়রা অভিযোগ করেন, এসও হানিফ মিয়া ঠিকাদারের কাজের উদ্বোধন করে আর সাইটে আসেননি। ফলে স্থানীয়দের বাধার কোন তোয়াক্কা না করেই নামকাওয়াস্তে সংস্কার কাজ করে চূড়ান্ত বিল উত্তোলন করে নেয় ঠিকাদার ফরহাদ মিয়া। সরেজমিনে দেখা গেছে, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নামেমাত্র সংস্কার কাজ সম্পন্ন করার ছয় মাস যেতে না যেতেই খোয়া ও বিটুমিন উঠে সড়কের মধ্যে বড় বড় গর্ত আর আগের ন্যায় খানাখন্দে পরিণত হয়েছে। সড়কটি এখন মরণফাঁদে পরিণত হওয়ায় স্থানীয়রা ওই সড়কটিকে ডেলিভারি সড়ক নামে আখ্যায়িত করেছে। রাতে যানবাহন চলাচল করতে গিয়ে গর্তে পড়ে ঘটছে অহরহ দুর্ঘটনা। এ ব্যাপারে বরিশাল সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী দুলাল চন্দ্র প্রামানিক বলেন, সড়কটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় আরও চওড়া করা হবে। তাই ওই সড়কে বর্তমানে কোন সংস্কার কাজ করা হচ্ছে না।
×