ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

প্রকাশিত: ০৪:৪৭, ১৩ মার্চ ২০১৮

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভারতে চারদিনের সরকারী সফর শেষে সোমবার দেশে ফিরেছেন। ভারতের স্থানীয় সময় বেলা ২টা ৫ মিনিটে নয়াদিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী জেট এয়ারওয়েজের একটি নিয়মিত এয়ারক্রাফটে বিকেল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান। -খবর বাসস’র। এর আগে, রাষ্ট্রপতি হামিদ ‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার এ্যালায়েন্স এ্যান্ড সোলার সামিট-২০১৮’-তে অংশগ্রহণের জন্য নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি রবিবার সকালে সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য দেন। এছাড়াও তিনি রবিবার রাষ্ট্রপতি ভবনে সোলার সামিটের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই সফরে রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম, পুত্র রেজওয়ান আহম্মদ তৌফিক এমপি এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাঁর সফরসঙ্গী ছিলেন। সফরের অংশ হিসেবে রাষ্ট্রপতি হামিদ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসম ও মেঘালয় সফর করেন, যেখানে তিনি ১৯৭১-এর মুক্তিযুদ্ধের দিনগুলোতে অবস্থান করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে একজন সাব-সেক্টর কমান্ডার ছিলেন।
×