ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চকোলেট চোরের কান্ড

প্রকাশিত: ০৪:৪৭, ১৩ মার্চ ২০১৮

 চকোলেট চোরের কান্ড

চুরির জন্য প্রয়োজন বুদ্ধি, নিখুঁত পরিকল্পনা আর দ্রুত নড়াচড়ার যোগ্যতা। এসব না থাকলে চোরের বাণিজ্যে যে মন্দা যায় তা কেউ বিশ্বাস না করলেও সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও দেখার পর নিশ্চয় সবার ভুল ভাঙবে। সিসি ক্যামেরায় ধারণ করা একটি চুরির ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পুলিশ। ঘটনাটি ঘটেছে একটি প্রাণী সংরক্ষণ কেন্দ্রে। ভিডিওতে দেখা যায়, কাপড়ে মুখ ঢাকা এক ব্যক্তি কষ্টে কুকুরের পথ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর টাকা-পয়সার দিকে নজর না দিয়ে সামনে থাকা চকোলেট (গামবল) এর মেশিন তুলে তা নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যে গামবলের জন্য এত কষ্ট, সেই চকোলেট মেশিনের মুখ খোলা থাকায় তা ছড়িয়ে পড়ে মেঝেতে। এরপরও হাল ছাড়েনি ওই ব্যক্তি। শূন্য মেশিন নিয়েই শুরু করে টানাটানি! আদতে গামবল মেঝেতে পড়ে যাওয়ায় ক্ষতি পোষাতে মেশিন চুরি করতে চেয়েছিল ওই ব্যক্তি। কিন্তু কুকুরের প্রবেশ পথের চেয়ে মেশিনটি বড় হওয়ায় তা বের করা যাচ্ছিল না। নির্বোধ চোর কিছুটা দেরিতে বুঝতে পারে বিষয়টা। ততক্ষণে মেঝেতে ছড়িয়ে থাকা কয়েক শ’ গোলাকৃতির গামবলে চোর আছাড় খেয়েছে কয়েকবার। ভিডিও প্রকাশের সময় ক্যালিফোর্নিয়া পুলিশ জানায়, গামবল নিয়ে ব্যস্ত থাকলেও চোরের কয়েক ফুট দূরেই ছিল একটি দান বাক্স। যে বাক্সে ভর্তি ছিল দানের অর্থ। কিন্তু বোকা চোর সেদিকে নজরই দেয়নি। সে ব্যস্ত ছিল গামবল মেশিনকে চুরি করার কাজে।-ওয়েবসাইট।
×