ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপি এবার নির্বাচনে না এলে অস্তিত্ব সঙ্কটে পড়বে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৪:৪৩, ১৩ মার্চ ২০১৮

বিএনপি এবার  নির্বাচনে না  এলে অস্তিত্ব  সঙ্কটে পড়বে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১২ মার্চ ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আগামী নির্বাচনে সকল ভোটারকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেছেন, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে আসতে কোন সন্ত্রাসী বাধা দিতে পারবে না। ভোট কেন্দ্রে কোন সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না। এবারের ভোট হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। মন্ত্রী আরও বলেন, এই বছরের শেষে নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার জয়ী হয়ে ক্ষমতায় আসবে। নির্বাচন কমিশন সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। আমরা আশা করব সকল দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি কেউ না করে এটা তার দায়িত্ব। মন্ত্রী বলেছেন, বিএনপি গত নির্বাচন করেনি। আজকে উপলব্ধি করেছে, তারা ভুল করেছে। আবার যদি না করে আর একটা ভুল হবে। তখন বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে। সেজন্য আমরা আশা করি সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বন্ধুজন হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন। এদিকে সদস্য সংগ্রহ সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ঢোলবাদ্য বাজিয়ে সমাবেশে যোগ দেয়। এক পর্যায়ে বন্ধুজন স্কুল মাঠটি জনসভায় রূপ নেয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে জ্বালাও পোড়াও করেছে। নারীদের ওপর পাশবিক নির্যাতন করেছে। মায়ের সামনে মেয়েকে নির্যাতন করেছে। কিন্তু আমরা তো সেই প্রতিশোধ নেইনি। তারা আমাকে পর্যন্ত মিথ্যা খুনের মামলায় আসামি করেছে। তারা লালমোহনে মিলাদে পর্যন্ত হামলা করেছে। কিন্তু আমরা প্রতিশোধ নেইনি। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, ভোলার গ্রামে আর কোন কাঁচা রাস্তা থাকবে না। চরসামাইয়া ইউনিয়নে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়া হবে। চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কালাম, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মাতাব্বর, সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ প্রমুখ। এছড়াও বিকেলে ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ সমাবেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী এলজিইডি’র আরইআর এমপি-টু র্শীষক প্রকল্পের আওয়তায় ভোলা জেলার সদর উপজেলার ১৩ ইউনিয়নের ১৩০ জন এলসিএস নারীর সঞ্চয়কৃত ৪৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ইতোপূর্বে কোন সরকারই দারিদ্র্য বিমোচনে কাজ করেনি। ২০০৯ সনে আমরা সরকার গঠন করার পর দারিদ্র্যের সংখ্যা ছিল ৫৩ শতাংশ। সেটা কমে এখন হয়েছে ২২ শতাংশ এবং অতি দারিদ্র্যের সংখ্যা ছিল অনেক বেশি। সেটা কমে এখন হয়েছে ১১ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এসডিজি (সাসটেইনএ্যাবল ডেভেলপমেন্ট গোল) এর লক্ষ্যে যদি আমরা পৌঁছি তা হলে আমাদের দারিদ্র্যসীমা ৩ শতাংশের নিচে নেমে আসবে। আর দারিদ্র্যসীমা ৩ শতাংশের নিচে নেমে আসা মানে হলো দরিদ্র নাই। সুতরাং দারিদ্র্য বিমোচনের জন্য আমরা অনেক কর্মসূচী গ্রহণ করেছি। ভোলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, এলজিইডি বরিশাল অঞ্চলের প্রধান আ ফ ম মনিবুর রহমান প্রমুখ।
×