ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুজেয় শ্যামের নতুন গান

প্রকাশিত: ০৪:২৯, ১৩ মার্চ ২০১৮

সুজেয় শ্যামের নতুন গান

স্টাফ রিপোর্টার ॥ বিটিভির ‘বাঙ্গালির আশা বাঙ্গালির ভাষা’ অনুষ্ঠানে সম্পূর্ণ নতুন গান নিয়ে হাজির হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম। স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচ পর্বের বিশেষ এ অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন বিটিভির মহাপরিচালক মোঃ হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে নতুন ২৫টি মৌলিক গানের সুর ও সঙ্গীত করেছেন সুজেয় শ্যাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। গানগুলো লিখেছেন মোঃ হারুন-অর-রশীদ, নাসির আহমেদ, পান্না লাল দত্ত প্রমুখ। গানে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন- শিল্পী শাহীন সামাদ, সুবীর নন্দী, রফিকুল আলম, ফাহমিদা নবী, অলক সেন, দিনাত জাহান মুন্নী, অপু, শাহীন শারমীন শিমু, পুষ্পিতা সাহা, আবু বকর সিদ্দিক ও শাহীন আক্তার পাপিয়া। জানা গেছে, অনুষ্ঠানটি স্বাধীনতা দিবসের আগেই প্রচার শুরু হয়ে পাঁচ পর্বে শেষ হবে।এ প্রসঙ্গে সুজেয় শ্যাম বলেন, দেশ স্বাধীনের ৪৭ বছরে আমি এই ধরনের কোন অনুষ্ঠান বিটিভিতে করিনি। নতুন ২৫টি গানের সুর-সঙ্গীত করা আমার জন্য অনেক বড় একটি বিষয়। দেশের গান, স্বাধীনতার গান নিয়ে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যারা গান গেয়েছেন নতুন পুরনো সবাই খুব ভাল গেয়েছেন। সঙ্গীত পরিচালক হিসেবে আমি খুবই সন্তুষ্ট। পাঁচটি পর্বেই উপস্থাপনা করতে দেখা যাবে শ্রোতা সমাদৃত সঙ্গীতশিল্পী অনুপমা মুক্তিকে।
×