ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের সেনাবাহিনীতে বাড়ছে আত্মহননের প্রবণতা

প্রকাশিত: ০৪:২২, ১৩ মার্চ ২০১৮

ভারতের সেনাবাহিনীতে  বাড়ছে আত্মহননের  প্রবণতা

ভারতের সেনাবাহিনীতে একের পর এক জওয়ানদের আত্মহত্যার ঘটনা নিয়ে শীর্ষ কর্মকর্তারা উদ্বিগ্ন। গত দেড় বছরে অন্তত ৯ জন জওয়ান আত্মহত্যা করেছে। সংখ্যাটি সেনা-কর্তাদের উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট। আনন্দবাজার পত্রিকা। শনিবার শ্রীনগরের সোনওয়ার এলাকায় কর্মরত সিআরপিএফ-এর ৭৯ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল প্রুখা সুখদেব সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। ঘটনাটি সেনা ছাউনির ভেতরেই ঘটে। দিন কয়েক আগে বুধবার সকালে কুপওয়ারার হান্দোয়ারা এলাকায় একই ঘটনা ঘটে। ৩০ রাষ্ট্রীয় রাইফেলস-এর সদস্য বীরেন্দ্র সিংহও সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তিনি কুপওয়ারার লাঙ্গাটে ছাউনির সদস্য ছিলেন। তার আগের দিন কুপওয়ারারই লোলাবের ওয়ার্নভে ছাউনিতে আর এক জন জওয়ান সার্ভিস রিভলভারের গুলিতে শেষ করে দেন নিজেকে। রাজস্থানের বাসিন্দা ৩৬ বছর বয়সী সেই জওয়ান নায়েক শঙ্কর সিংহও প্রাণ হারান ঘটনাস্থলে।
×