ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা বাড়াতে স্কুল স্টাফদের অস্ত্র দিচ্ছে ট্রাম্প প্রশাসন

প্রকাশিত: ০৪:২২, ১৩ মার্চ ২০১৮

নিরাপত্তা বাড়াতে স্কুল স্টাফদের  অস্ত্র দিচ্ছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের স্কুলে নিরাপত্তা বাড়াতে নিজ কর্মীদের অস্ত্র দিতে চাইছে তাদের সহায়তার পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এএফপি। কয়েক বছরে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন স্কুলে অস্ত্রধারীদের হামলায় বহু শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ নিহত হয়। সর্বশেষ গত ১৪ই ফেব্রুয়ারি দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে স্টোনম্যান ডগলাস নামের হাইস্কুলে ১৯ বছর বয়সী আততায়ী নিকোলাস ক্রুজ গুলো চালিয়ে ১৭ জনকে হত্যা করে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের শিথিল অস্ত্র আইনের জন্য সমালোচনার ঝড় বয়ে যায়। একই সঙ্গে দেশটির স্কুলগুলোতে নিরাপত্তা বাড়ানোসহ অস্ত্র আইন সংশোধনে ব্যাপক জনমত তৈরি হয়। এরি প্রেক্ষিতে মার্কিন শিক্ষামন্ত্রী বেটসি ডেভোস এক সংবাদ সম্মেলনে নিরাপত্তা বাড়াতে যুক্তরাষ্ট্রের স্কুলে স্কুলে অস্ত্র দেয়ার বিতর্কিত সিদ্ধান্তের কথা জানান। স্কুলের নিরাপত্তা সংক্রান্ত ফেডারেল সেইফটি কমিশনের চেয়ারম্যান বেটসি আরও বলেন, আমাদের হাতে নষ্ট করার মতো কোন সময় নেই, তাই খুব দ্রুত কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী হিসেবে মার্কিন ডোমেস্টিক পলিসি কাউন্সিলের প্রধান এ্যান্ড্রুু ব্রেমবার্গ বলেন, নিরাপত্তার স্বার্থে ট্রাম্প প্রশাসন চাইছে ঝুঁকি সামলানোর এসব আদেশ যাতে খুব দ্রুত রাজ্যগুলো পাশ করে দেয়। আদালতের মাধ্যমে আসা এসব আদেশ পাশ হলে হুমকি হয়ে দেখা দিতে পারে এমন মানুষজনকে দ্রুত অস্ত্রমুক্ত করার কাজ শুরু করতে পারবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। একই সঙ্গে এ ধরনের মানুষজন যাতে সহজে অস্ত্র কিনতে না পারে সে পদক্ষেপ গ্রহণও সহজ হবে। ব্রেমবার্গ বলেন, প্রশাসন রাজ্যের সহায়তায় স্কুলগুলো থেকে বাছাই করা সুনির্দিষ্ট স্বেচ্ছাসেবকদের ব্যাপক অস্ত্র প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে তারা রাজ্য বা স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগী হিসেবে কাজ করবে। তবে এ প্রসঙ্গে মার্কিন পেশাজীবীদের সবচেয়ে বড় সংগঠন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এডুকেশান এসোসিয়েশান (এনইএ) -এর সভাপতি লিলি এস্কেলসেন গার্সিয়া বলেছেন, অভিভাবক এবং শিক্ষাবিদরা নিরাপত্তা বাড়াতে স্কুলগুলোকে অস্ত্রসজ্জিত করার প্রশাসনিক সিদ্ধান্তকে আরও বেশি বিপর্যয়কর বলে এটি বাতিল করে দিয়েছেন। এরই মাঝে গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপত্তা বাড়াতে স্কুলগুলোকে আরও বেশি অস্ত্রসজ্জিত করার জন্য মার্কিন ন্যাশনাল রাইফেল এ্যাসোসিয়েশান (এনআরএ) -এর দীর্ঘদিনের দাবির প্রতি সমর্থন জানান। এরই মাঝে ফ্লোরিডার আইন প্রণেতারা স্কুলের কিছু শিক্ষককে অস্ত্র দেয়ার কর্মসূচীতে অর্থ সহায়তায় সম্মতি দিয়েছেন।
×