ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরাকে কমিউনিস্টদের সঙ্গে জোট বেঁধেছেন মুক্তাদা আল সদর

প্রকাশিত: ০৪:২২, ১৩ মার্চ ২০১৮

ইরাকে কমিউনিস্টদের সঙ্গে জোট বেঁধেছেন  মুক্তাদা আল সদর

ইরাকে ১২ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জিততে এক সময়ের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের দাবি জানানো কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট বেঁধেছেন ইরাকের শিয়া আধ্যাত্মিক নেতা মুক্তাদা আল সদর। এএফপি। এ ধরনের জোট ইরাকে প্রথম বলে দাবি করে ইব্রাহিম আল জাবরি নামে সদরের একজন অফিস কর্মী বলেন, ইরাককে যারা পুনর্গঠন করতে চায় সেই মধ্যপন্থী মুসলমান বা অসাম্প্রদায়িক শক্তি তাদের উভয়ের জন্যেই এটি একটি বিল্পব। তিনি আরও বলেন, যেহেতু গত দুই বছর ধরে ইরাকের বিভিন্ন প্রদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা উভয়েই যুদ্ধ করে আসছি, তাই এতে অবাক হবার কিছু নেই। দুর্নীতি দূর করা, উন্নত নাগরিক সেবা এবং দেশ পুনর্গঠনের জন্য ২০১৫ জুলাই থেকে আন্দোলন ও কর্মসূচী পালন করে আসছে ইরাকের নাগরিক সমাজ।
×