ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়ান গেমস হকি বাছাই

এবার হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫০, ১২ মার্চ ২০১৮

এবার হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমস হকির বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে থাইল্যান্ডকে ৫ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। ওমানের রাজধানী মাসকটে চলমান বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোন দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই দুই মিনিটের ব্যবধানে হংকংয়ের জালে বাংলাদেশের দুই গোল। বাংলাদেশের ত্রাতা হিসেবে আবির্ভূত হন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল রানা। ৩৩ মিনিটে সমতাসূচক গোলটি পেনাল্টি স্ট্রোক থেকে। দুই মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-১ করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে রোমান সরকার করেছেন ৩-১। ৫৮ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেছেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। আর ম্যাচের শেষ মিনিটে দলকে পঞ্চম গোল উপহার দেন মিলন হোসেন। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশের অতীত ইতিহাস ঈর্ষণীয়। আট দলের বাছাইপর্বে এবারও শিরোপার স্বপ্ন নিয়ে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। বাছাইপর্ব থেকে সেরা পাঁচ দল আগামী আগস্টে ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
×