ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুব গেমস ঢাকা ও রাজশাহীর শ্রেষ্ঠত্বে শুরু হকি

প্রকাশিত: ০৫:১৬, ১২ মার্চ ২০১৮

বাংলাদেশ যুব গেমস  ঢাকা ও রাজশাহীর শ্রেষ্ঠত্বে শুরু হকি

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা হকি একসময় সাড়া ফেললেও হকি ফেডারেশন কর্মকর্তা ও জেলা পর্যায়ের সংগঠকদের অভাবে মুখ থুবড়ে পড়ে আশা জাগানিয়া এই ডিসিপ্লিনটি। প্রথমবারের মতো আয়োজিত যুব গেমসে পুনরায় প্রাণ ফিরে পেল মহিলা হকি। যুব গেমসে অংশ নেয়া ৭টি দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস তাই প্রমাণ করে। বাহফে যুব গেমস উপলক্ষে তরুণ তরুণী বিভাগে প্রতিটি ম্যাচের ম্যাচ সেরাকে একটি করে হকি স্টিক ও একটি করে বল উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ পুরো দলকে হকি স্টিক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তরুণী গ্রুপে ও তরুণে রাজশাহীর শ্রেষ্ঠত্বের মধ্যদিয়ে শুরু হয়েছে হকি ডিসিপ্লিনের খেলা। তরুণী গ্রুপে ঢাকা বিভাগ বড় জয় পায় ময়মনসিংহের বিপক্ষে। রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ঢাকা বিভাগ ৬-০ গোলে হারায় ময়মনসিংহকে। বিজয়ী দলের হয়ে ফারদিয়া আক্তার রাত্রি ৬ মিনিটে দলের পক্ষে গোলের খাতা খুলেন। এরপর ৮ ও ১০ মিনিটে জোড়া গোল করেন অধিনায়ক সুমি আক্তার। ৪৪ ও ৪৮ মিনিটে ময়মনসিংহ শিবিরে ফের জোড়া আঘাত হানেন ঢাকার সনিয়া আক্তার। ৫৮ মিনিটে ময়মনসিংহের জালে সর্বশেষ পেরেকটি ঠুকেন তারিক আক্তার খুশি। একটি মাত্র গোল করলেও পুরো খেলায় অবদান রাখায় ম্যাচসেরা হন ঢাকা বিভাগের ফারদিয়া আক্তার রাত্রি। তরুণ গ্রুপের প্রথম খেলায় রাজশাহী ৮-০ গোলে বিধ্বস্ত করে খুলনা বিভাগকে। প্রথমদিকে কয়েকটি ওপেন নেট মিস করা রাজশাহীর নাসির হোসেন ২৮, ২৯, ৪০ ও ৪৭ মিনিটে একাই করেন চার গোল। এছাড়া ৩৬ মিনিটে তাসিন আলী, ৪২ মিনিটে আশিকুর রহমান, ৫৬ মিনিটে অধিনায়ক সারোয়ার মোরশেদ শাওন ও ৫৮ মিনিটে জিসান উল্লাহ আবীর একটি করে গোল করেন। বিরোচিত এবং উপস্থিত মেধায় পুরো দলকে নিয়ে খেলার জন্য ম্যাচসেরা হন রাজশাহীর সারোয়ার মোরশেদ শাওন।
×