ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড-চেলসির জয় ইপিএলে

প্রকাশিত: ০৫:১৫, ১২ মার্চ ২০১৮

ইউনাইটেড-চেলসির জয় ইপিএলে

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে শনিবার জোশে মরিনহোর দল ২-০ গোলে হারিয়েছে অলরেডদের। এই ম্যাচে জোড়া গোল করে নিজের জাত চেনান মার্কাস রাশফোর্ড। গত ডিসেম্বরের পর লীগ ম্যাচে মাঠে নেমেই এদিন প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ান রেড ডেভিলদের এই ইংলিশ স্ট্রাইকার। ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের দিনে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে চেলসিও। স্ট্যামফোর্ডব্রিজে এ্যান্টনিও কন্টের শিষ্যরা এদিন ২-১ গোলে হারায় ক্রিস্টাল প্যালেসকে। লিভারপুলের বিপক্ষে ম্যাচ জিতে লীগ টেবিলের দ্বিতীয় স্থানটিকে আরও সুসংহত করে নিল জোশে মরিনহোর দল। ম্যাচ শেষে তাই জোড়া গোলের নায়ক রাশফোর্ডের প্রশংসায় পঞ্চমুখ মরিনহো। এ প্রসঙ্গে সাবেক রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ বলেন, ‘বড় ম্যাচে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে দুই গোল করেছে রাশফোর্ড। অবশ্যই ম্যাচ জয়ে তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।’ এই জয়ের ফলে ৩০ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিনে থাকা লিভারপুলের দখলে ৬০ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেস জিতলেও অবস্থানের কোন পরিবর্তন হয়নি চেলসির। ৫৬ পয়েন্ট নিয়ে পাঁচেই অবস্থান করছে ব্লুজরা। তবে বার্সিলোনার বিপক্ষে ম্যাচের আগে এই জয় যে কন্টের শিষ্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে বহুগুণে তা নিশ্চিত। আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলেনোর বিপক্ষে মাঠে নামবে চেলসি। সেই ম্যাচকে সামনে রেখে ব্লুজদের সাবেক তারকা ফ্র্যাংক ল্যাম্পার্ডও খুব চিন্তিত। তিনি মনে করেন লিওনেল মেসির দলের বিপক্ষে চেলসিকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। নিজেদের মাঠে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল ব্লুজরা। তবে দ্বিতীয় লেগটি হবে ন্যুক্যাম্পে। স্বাগতিক সমর্থকদের অনুপ্রেরণায় নিঃসন্দেহেই ফেবারিটের তকমাটা গায়ে মাখানো থাকবে কাতালানদের। তবে বার্সিলোনার বিপক্ষে ম্যাচের আগে ক্রিস্টাল প্যালেসকে হারানোটাও আত্মবিশ্বাস বাড়াবে ব্লুজদের। এদিনও গোলের দেখা পেয়েছেন উইলিয়ান। এই ব্রাজিলিয়ান তারকার সৌজন্যেই চ্যাম্পিয়ন্স লীগের প্রথম লেগে প্রথম এগিয়ে যায় ইংলিশ জায়ান্টরা। কিন্তু পরবর্তীতে লিওনেল মেসির গোলে সমতায় ফেরে বার্সিলোনা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এদিন চেলসির হয়ে গোলের দেখা পেয়েছেন মার্টিন কেলিও।
×