ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাহমুদুল্লাহর জরিমানা, নিষিদ্ধ চান্দিমাল

প্রকাশিত: ০৫:১৫, ১২ মার্চ ২০১৮

মাহমুদুল্লাহর জরিমানা, নিষিদ্ধ চান্দিমাল

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার রাতে নিদাহাস ট্রফির ম্যাচে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা কোন দলই নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি। সে কারণে জরিমানা গুনতে হচ্ছে সব ক্রিকেটারকে এবং শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল হয়েছেন দুই ম্যাচের জন্য নিষিদ্ধ। শনিবার বাংলাদেশকে ২১৫ রানের টার্গেট দিয়েও ৫ উইকেটে হেরে যায় শ্রীলঙ্কা। শেষ কয়েক ওভারে চান্দিমালের বোলিং পরিকল্পনা প্রচুর সময় নষ্ট করে। আর তাই ম্যাচ রেফারি ক্রিস ব্রড তাকে ও লঙ্কান দলের সবাইকে ম্যাচ ফি থেকে ৬০ শতাংশ কর্তন করার নির্দেশ দিয়েছেন। ফলে ভারত ও বাংলাদেশের বিপক্ষে পরের দুই ম্যাচ খেলতে পারবেন না এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। গুরুতর স্লো ওভার রেটে পাওয়া দুটি সাসপেনশন পয়েন্ট অনুযায়ী একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি২০ ম্যাচে নিষিদ্ধ হন খেলোয়াড়রা। অভিযুক্ত খেলোয়াড়দের সামনে যে ফরমেটের খেলা থাকবে সেই ফরমেটেই হন নিষিদ্ধ। রবিবার শুনানিতে হাজির হতে হচ্ছে চান্দিমালকে। বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহও শাস্তি এড়াতে পারেননি। ১ ওভারের জন্য স্লো ওভার রেটে তাকে জরিমানা গুনতে হচ্ছে ম্যাচ ফি’র ২০ শতাংশ, আর দলের বাকিরা দেবেন ১০ শতাংশ করে। আগামী ১২ মাসের মধ্যে আবারও যদি তার নেতৃত্বে স্লো ওভার রেট করে বাংলাদেশ, তাহলে নিষিদ্ধ হতে পারেন তিনি।
×