ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কষ্ট ভুলে গোলোৎসব পিএসজির

প্রকাশিত: ০৫:১৪, ১২ মার্চ ২০১৮

 কষ্ট ভুলে গোলোৎসব পিএসজির

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এবার বড় স্বপ্ন ছিল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। কিন্তু সেরা তারকা নেইমার ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে যাওয়ার পর শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের সঙ্গে আর পেরে ওঠেনি তারা। নিতে হয়েছে বিদায়। সেই কষ্ট নিয়েই ফরাসী লীগ ওয়ানে মাঠে নামে পিএসজি। শনিবার রাতে মেটজের জালে গোলোৎসব করে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে প্যারিসের পরাশক্তিরা। ঘরের মাঠ প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে পিএসজির জয় ৫-০ গোলে। এই জয়ে ২৮ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ১৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে মোনাকো। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মার্শেই। চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালের বিপক্ষে ম্যাচের একাদশের এডিনসন কাভানি ও থিয়াগো মোট্টাকে দলের বাইরে রেখে একাদশ সাজান পিএসজি কোচ। ঘরের মাঠে পিসজিকে গোল পেতেও অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের পঞ্চম মিনিটে মুনিয়ারের গোলে এগিয়ে যায় পিএসজি। ডানপাশের দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর চলে এনকুনকু শো। আট মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন ফরাসী স্ট্রাইকার। ম্যাচের ২০ মিনিটে ভেরাট্টির পাস থেকে বাঁ পায়ের শটে ম্যাচের প্রথম গোলটি করেন এনকুনকু। এর ঠিক আট মিনিট পর ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার শটে পিএসজির হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন ২০ বছর বয়সী স্ট্রাইকার। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভেরাট্টির আরেকটি বাড়ানো বল থেকে ম্যাচের চতুর্থ গোলটি করেন এমবাপে। বিরতি থেকে ফিরেও চলে পিএসজির একক আধিপত্য। ৫৭ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও গোল ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ডি মারিয়া-এনকুনকুরা। অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে মুনিয়ারের কর্নার থেকে হেডে গোল করে পিএসজিকে ৫-০ গোলের বড় জয় এনে দেন অধিনায়ক থিয়াগো সিলভা। এই জয়ের ফলে কিছু রেকর্ডকেও নিজেদের সঙ্গী করে ফেলেছে পিএসজি। বর্তমান মৌসুমে সবরকম প্রতিযোগিতায় ১৪৪ গোল করেছে দলটি যা যে কোন মৌসুমের থেকে বেশি। শুধু তাই নয়, ঘরের মাঠে শেষ ১১ ম্যাচের একটিতে হেরেছে তারা এবং জয়ী হওয়া ১০টি ম্যাচের প্রত্যেকটিতেই করেছে গড়ে ৩টি করে গোল। ম্যাচ শেষে পিএসজি কোচ উনাই এমেরি বলেন, রিয়ালের কাছে হারের পর এই জয়টা আমাদের প্রয়োজন ছিল। এবারের মৌসুমে লীগে নিজেদের এগিয়ে রাখার কৌশল আমরা প্রথম থেকেই নিয়েছিলাম। আগামী ম্যাচগুলো নিয়ে এখনই আমরা চিন্তা করছি। আমি বিশ্বাস করি পিএসজি এবারের লীগে নিজেদের নামের প্রতি সুবিচার করছে। এই ম্যাচেও আমরা ধারাবাহিকতা ধরে রেখেই খেলেছি। দ্বিতীয়ার্ধে আমরা মাত্র এক গোল করেছি। কারণ আমরা ম্যাচ শেষ করে দিয়েছিলাম। আরও গোল করার সুযোগ আমরা সৃষ্টি করেছিলাম। কিন্তু সেগুলোতে গোল আসেনি।
×