ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেরেনার জয়রথ চলছেই

প্রকাশিত: ০৫:১৩, ১২ মার্চ ২০১৮

সেরেনার জয়রথ চলছেই

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন সেরেনা উইলিয়ামস। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয়পর্বের ম্যাচে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি ৭-৬ (৭/৫) এবং ৭-৫ গেমে পরাজিত করেছেন হল্যান্ডের নবম বাছাই কিকি বার্টেন্সকে। দ্বিতীয়পর্বে জয়ের স্বাদ পেয়েছেন সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসও। এদিন তিনি ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেছেন রোমানিয়ার সোরানা চিরস্টিয়াকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক দুই শীর্ষ তারকা ছাড়াও শনিবার দারুণ জয়ে ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো, ইউক্রেনের এলিনা সিতলিনা, ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া, অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাব্রিলোভা এবং ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। তবে ইন্ডিয়ান ওয়েলসে এবার সেরেনা উইলিয়ামসের ওপর টেনিসপ্রেমীদের আলাদা নজর ছিল। কেননা গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই যে তার প্রথম একক টুর্নামেন্ট। অন্তঃসত্ত্বার কারণে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর টেনিস থেকে নির্বাসনে থাকা সেরেনা ইন্ডিয়ান ওয়েলসে ফিরলেন ঠিক নিজের মতো করেই। টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডেও জায়গা করে নিলেন তিনি। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয়টিতে রীতিমতো ঘাম ঝরেছে তার। প্রায় দুই ঘণ্টার মতো লড়াই করে সেরেনা উইলিয়ামস পরাজিত করেছেন হল্যান্ডের কিকি বার্টেন্সকে। পরের রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ ভেনাস উইলিয়ামস। দ্বিতীয়পর্বের ম্যাচে সাতটি গ্র্যান্ডস্লামের মালিক ভেনাস এদিন খুব সহজেই পরাজিত করেছেন সোরানা চিরস্টিয়াকে। বিশ্ব টেনিসের ৩৫ নম্বরে থাকা এই রোমানিয়ান তারকাকে পরাজিত করতে এদিন তার সময় লাগে মাত্র ৭৯ মিনিট। এই জয়ের ফলেই নিশ্চিত হয় যে তৃতীয় রাউন্ডেই দেখা যাবে উইলিয়ামস পরিবারের দুই কন্যার লড়াই। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন তারা। সেই ম্যাচে সেরেনা ৬-৪ এবং ৬-৪ গেমে ভেনাস উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জেতেন। সেই সঙ্গে জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফকে ছাড়িয়ে টেনিসের ওপেন যুগে প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ডস্লাম জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়েন টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। মেলবোর্নের পর এবার ক্যালিফোর্নিয়াতে মুখোমুখি হতে যাচ্ছেন ভেনাস-সেরেনা। ভেনাসের বিপক্ষে সেরেনা তৃতীয় রাউন্ডে ১৭-১১ ব্যবধানে এগিয়ে। তবে সেরেনা জানান, প্রতিপক্ষ হিসেবে ভেনাস খুব শক্তিশালী। ভেনাসের চেয়ে অন্য যে কোন খেলোয়াড়ের বিপক্ষে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ইন্ডিয়ান ওয়েলসে জয় দিয়ে মিশন শুরু করেছেন ক্যারোলিন ওজনিয়াকিও। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন ডেনমার্কের এই টেনিস তারকা। দ্বিতীয়পর্বের ম্যাচে শনিবার তিনি ৬-৪ এবং ৬-১ গেমে পরাজিত করেন স্পেনের লারা অরুয়াবারেনাকে। অরুয়াবারেনা হেরে গেলেও তৃতীয়পর্বের টিকেট কেটেছেন তার স্বদেশী কার্লা সুয়ারেজ নাভারো। ২৭তম বাছাই এদিন ৬-৪, ২-৬ এবং ৬-৩ গেমে হারান তাইপের সি সু-উইকে। ফ্রান্সের ক্যারোলিনা গার্সিয়া ৬-৪ ও ৬-৪ গেমে হারান মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে। অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাব্রিলোভা কঠিন লড়াইয়ের পর ৭-৬ (৭/৩) এবং ৬-২ গেমে পরাজিত করেন বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়েরকে। সেরেনা-ভেনাস-ওজনিয়াকির জয়ের দিনে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এলিনা সিতলিনাও। ইউক্রেনের এই টেনিস তারকার গত বছরটা দুর্দান্ত কেটেছে। জিতেছেন সাতটি শিরোপা। এবার আরও পরিপক্ব তিনি। দ্বিতীয়পর্বের ম্যাচে ৬-৪ এবং ৬-৩ গেমে জার্মানির মোনা বার্তেলকে পরাজিত করে যেন সেটাই প্রমাণ করেছেন। তবে ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন মেডিসন কেইস এবং মনিকা পুইগ।
×