ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তানের ভাগ্য ঝুলছে হংকংয়ের ওপর

বিশ্বকাপ ক্রিকেট বাছাই সুপার সিক্স নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ে ও স্কটল্যান্ডের

প্রকাশিত: ০৫:১২, ১২ মার্চ ২০১৮

 বিশ্বকাপ ক্রিকেট বাছাই সুপার সিক্স নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ে ও স্কটল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে একটি জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। আর তাতে করেই ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে ওঠার ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে তাদের। তবে যে নেপালকে তারা ৬ উইকেটে হারিয়েছে তাদের পক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে পূর্ণ সমর্থন থাকবে আফগানদের। কারণ আজ হংকংকে যদি নেপাল হারিয়ে দেয় সেক্ষেত্রে এই ২ পয়েন্ট নিয়েও সুপার সিক্সে উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আফগানদেরই থাকবে নেট রানরেট ভাল থাকায়। তবে হংকং ন্যূনতম ব্যবধানে জিতলেও বিশ্বকাপ খেলার লড়াই থেকে ছিটকে যাবে আফগানরা। ‘বি’ গ্রুপ থেকে অবশ্য ইতোমধ্যেই ৬ পয়েন্ট করে নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে স্বাগতিক জিম্বাবুইয়ে ও স্কটল্যান্ড। আর ‘এ’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ গ্রুপপর্বের শেষদিনে ভাগ্য নির্ধারিত হবে আয়ারল্যান্ড, হল্যান্ড ও আরব আমিরাতের। নেপালের বিপক্ষে অগ্নিপরীক্ষা ছিল আফগানদের। টানা তিন ম্যাচ হেরেছিল তারা স্কটল্যান্ড, জিম্বাবুইয়ে ও হংকংয়ের কাছে। এই ম্যাচটি জিততেই হতো। বুলাওয়েতে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৪৯.৫ ওভারে ১৯৪ রানে গুটিয়ে দেয় আফগগানরা। পরশ খড়কা সর্বোচ্চ ৭৫ রান করেন ৮২ বলে ১০ চার, ১ ছক্কায়। মোহাম্মদ নবি ৪টি, রশিদ খান ৩টি ও শাপুর জাদরান ২টি উইকেট নেন। জবাবে খেলতে নামা আফগানদের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন অধিনায়ক লেগস্পিনার রশিদ ও জাভেদ আহমাদি। আগের তিন ম্যাচে ওপেনিং জুটির ব্যর্থতাই ডুবিয়েছিল বলেই এই পরিবর্তন। তারা ২৮ রানের জুটি গড়ার পর রশিদ সাজঘরে ফেরেন ২১ রান করে। দ্বিতীয় উইকেটে জাভেদ ও রহমত শাহ ৬৫ রানের জুটি গড়ে দলকে ভাল ভিত গড়ে দেন। জাভেদ ২৬ ও রহমত ৪৬ রান করে সাজঘরে ফিরলেও নাজিবুল্লাহ জাদরানের ৪৭ বলে ৪ চার, ৩ ছক্কায় করা অপরাজিত ৫২ এবং নবির ৩২ বলে ৩৪ রানের সুবাদে জয় পায় আফগানরা। তারা ৩৮.৪ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তুলে ৬ উইকেটের জয় পায়। শেষ পর্যন্ত তাদের সুপার সিক্সে ওঠার আশা বেঁচে থাকল এর মাধ্যমে। তবে নেপালের বিপক্ষে হংকং জিতে গেলে কোন আশাই থাকবে না। নেপাল জিতলে এই তিন দলের পয়েন্ট সমান ২ হয়ে যাবে, কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠবে আফগানিস্তান। ‘বি’ গ্রুপ থেকে ইতোমধ্যেই সুপার সিক্সে উঠে গেছে স্বাগতিক জিম্বাবুইয়ে ও স্কটল্যান্ড। জিম্বাবুইয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে একইদিনে হংকংয়ের বিপক্ষে। আগে ব্যাটিং করে জিম্বাবুইয়ে ৯ উইকেটে তোলে ২৬৩ রান। হ্যামিল্টন মাসাকাদজা ১১০ বলে ৭ চার, ১ ছক্কায় ৮৪, ব্রেন্ডন টেইলর ৫১ বলে ৪৬ ও সেফাস ঝুওয়াও ২৫ বলে ৬ চার, ৩ ছক্কায় ৪৫ রান করেন। এহসান নেওয়াজ ৪৭ রানে নেন ৪ উইকেট। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় হংকং। অংশুমান রাঠ ১১৭ বলে ৬ চার, ১ ছক্কায় সর্বোচ্চ ৮৫ রান করেন। সিকান্দার রাজা ৩০ রানে নেন ৩ উইকেট। ৮৯ রানের বড় জয় পায় জিম্বাবুইয়ে। ‘এ’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজও টানা তৃতীয় জয় পেয়ে উঠে গেছে সুপার সিক্সে। তারা হারারেতে সবচেয়ে বড় প্রতিপক্ষ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়। আগে ব্যাট করে মাত্র ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে ধুঁকছিল ক্যারিবীয়রা। এর মধ্যে হেটমায়ার একাই ৩৬ রান করেছিলেন। ব্যর্থ হন গেইল (১৪), এভিন লুইস (৯), স্যামুয়েলস (২), শাই হোপ (৭)। তবে এরপর অধিনায়ক জ্যাসন হোল্ডারের ৭১ বলে ৫৪ এবং রোভম্যান পাওয়েলের ঝড়োগতিতে ১০০ বলে ৭ চার, ৭ ছক্কায় করা ১০১ রানের সুবাদে ৮ উইকেটে ২৫৭ রানের বড় সংগ্রহ পায় ক্যারিবীয়রা। মুরটাঘ ৪১ রানে নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে ৯৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। কিন্তু এড জয়েসের ৮৬ বলে ৬৩, নিয়াল ও’ব্রায়েনের ৩৪, কেভিন ও’ব্রায়েনের ৩৮ রানে স্বপ্ন দেখছিল তারা। তবে কার্ক উইলিয়ামস ও কেমার রোচের বোলিং তোপে শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে ২০৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। কার্ক ও কেমার- দু’জনই ৪টি করে উইকেট নেন। এই গ্রুপে চার ম্যাচ হেরে বিদায় নিয়েছে পাপুয়া নিউগিনি। তবে ৩ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া হল্যান্ড এবং ৪ পয়েন্ট করে পাওয়া আরব আমিরাত ও আয়ারল্যান্ডের ভাগ্য নির্ধারিত হবে আজ শেষ গ্রুপ ম্যাচের ফলাফলের মাধ্যমে।
×