ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘গণমাধ্যম সিলেটের রাজন হত্যার ঘটনার মতো ভূমিকা রাখলে দ্রুত বিচার পাওয়া যাবে’

প্রকাশিত: ০৫:০৬, ১২ মার্চ ২০১৮

 ‘গণমাধ্যম সিলেটের রাজন হত্যার ঘটনার মতো ভূমিকা রাখলে দ্রুত বিচার পাওয়া যাবে’

স্টাফ রিপোর্টার ॥ শিশু সুরক্ষা বিষয়ে এক আলোচনায় বক্তারা বলেছেন, গণমাধ্যম যদি সিলেটের রাজন হত্যার মতো শিশু নির্যাতনের ঘটনা আরও বেশি করে জনগণের সামনে তুলে ধরে, তাহলে অন্য ঘটনাগুলো দ্রুত বিচারের আওতায় আসবে। ঢাকায় রবিবার ‘ন্যায়বিচারে সকলের অভিগম্যতা’ শীর্ষক দুই দিনব্যাপী এক জাতীয় সম্মেলনের শেষ দিনে বক্তারা এ কথা বলেন। ‘শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার সুরক্ষায় আইন ও নীতিমালার প্রয়োগে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও উত্তরণের উপায় নির্ধারণ’ বিষয়ে এক অধিবেশন বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবী ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোহাম্মদ মহিউস সুন্নাহ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ডেভেলপমেন্ট অব চিলড্রেন এট হাই রিস্ক (ডিসিএইচ আর) প্রকল্প এএসডির প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা। আলোচনায় আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক তৌহিদা খন্দকার, ডেভেলপমেন্ট কমিউনিকেশন নেটওয়ার্কের (ডিসিএন) ব্যবস্থাপনা পরিচালক শরফুদ্দিন খান ও জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সদস্য সচিব নাসিমা আক্তার জলি। শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার সুরক্ষায় আইন ও নীতিমালা নিয়ে ইউকেএম ফারহানা সুলতানা বলেন, এটি প্রয়োগে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো- ২০১৩ সালে শিশু আইন প্রণয়ন করা হলেও তা বাস্তবায়নের জন্য শিশু বিধিমালা তৈরি হয়নি এখনও। থানায় শিশু বিষয়ক কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে তৌহিদা খন্দকার বলেন, শিশু আইন ২০১৩ এর ১৩ ধারায় প্রতিটি থানায় শিশু হেল্প ডেস্ক থাকার কথা। কিন্তু তারপরেও এখন পর্যন্ত কোন থানায় তা স্থাপন করা হয়নি।
×