ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ-পশ্চিম অঞ্চল হবে এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র ॥ আমু

প্রকাশিত: ০৫:০৫, ১২ মার্চ ২০১৮

দক্ষিণ-পশ্চিম অঞ্চল  হবে এশিয়ার প্রধান  বাণিজ্য কেন্দ্র ॥ আমু

নিজস্ব সংবাদদাতা বরগুনা, ১১ মার্চ ॥ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এমন এক সময় আসবে যখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে কাজ করতে আসবে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা এলাকায় শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিংয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে তালতলী উপজেলা মাঠে আয়োজিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শিল্পমন্ত্রী বলেন, এখানে শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং হলে মানুষ আর বেকার থাকবে না। নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ সময় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এলে এদেশের সকল উন্নয়ন বন্ধ হয়ে যায়। এদেশে শুধু আওয়ামী লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন হয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে বলে উল্লেখ করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
×