ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে কোন সময় কোরিয়ায় শ্রমবাজার নষ্ট হতে পারে!

প্রকাশিত: ০৪:৫৬, ১২ মার্চ ২০১৮

যে কোন সময় কোরিয়ায়  শ্রমবাজার নষ্ট হতে  পারে!

ফিরোজ মান্না ॥ শিল্পোন্নত দেশ দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রমবাজার ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। গত বছর দেশটিতে বসবাসরত দেড় হাজারেরও বেশি কর্মী বিএনপি জামায়াতের কর্মী সেজে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। হঠাৎ করে বিপুলসংখ্যক কর্মী রাজনৈতিক আশ্রয় প্রার্থী হওয়ায় দেশটির কর্তৃপক্ষ বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক আশ্রয়ের মূল কারণ তুলে ধরে বলা হয়েছে, দেশে তাদের নামে একাধিক করে রাজনৈতিক মামলা রয়েছে। দেশে ফিরলেই পুলিশ তাদের আটক করবে। মামলার পক্ষে তারা বিভিন্ন কাগজপত্রও জমা দিয়েছে। যারা রাজনৈতিক আশ্রয় চেয়েছে তাদের বেশিরভাগেরই চাকরির মেয়াদ শেষ হওয়ার পথে। যাতে তারা কোরিয়াতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পায় তার জন্য রাজনৈতিক আশ্রয় চাওয়ার হিড়িক পড়েছে। বড় অংকের টাকার বিনিময়ে দেশ থেকে একটি দালাল চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে দিচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। বিএমইটি সূত্র জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় ২০ হাজার বাংলাদেশী কর্মী কাজ করছেন। তাদের বেতন ভাতা বাংলাদেশের শ্রম বাজারের চেয়ে অনেক বেশি। কোরিয়া সরকার তাদের ভাষা শিক্ষা দিয়ে দেশ থেকে সেদেশে নিয়েছে। দীর্ঘদিন ধরে কোরিয়া এভাবেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করে আসছে। প্রতিবছরই দেশ থেকে দেড় থেকে ২ শ’ কর্মী কোরিয়ায় কাজ পাচ্ছেন। প্রতি কর্মী সর্বনিম্ন ১২ শ’ মার্কিন ডলার থেকে শুরু করে ১৮ শ’ ডলার বেতন পেয়ে আসছে। এত বড় অংকের টাকা বেতন পেয়ে কর্মীরা কাজ করছেন। অন্য কোন শ্রম বাজারে এত বেতনের চাকরি নেই। প্রথম দিকে যেসব কর্মী চাকরি নিয়ে গেছেন, তাদের অনেকের চাকরি এখন শেষ পর্যায়ে। তারা দেশে এসেও ভাল কাজ করতে পারবেন। কারণ তারা অনেক টাকা জমাতে পেরেছেন। হঠাৎ করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার কারণ কি জানতে চাইলে সূত্র জানায়- ইউরোপ আমেরিকার চেয়ে দক্ষিণ কোরিয়ায় চাকরি করে বেশি আয় করা যায়। দেশটিতে কর্মীদের মালিকই থাকা খাওয়ার ব্যবস্থা করছে। এখানে যা বেতন তাই কর্মীদের জমা থেকে যাচ্ছে। ফলে দেশে তারা অনেক বেশি টাকা পাঠাতে পারছেন। এখন দেশে ফেরার সময় হয়েছে, তাই দেশটিতে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য তারা নানা কৌশল হাতে নিয়েছেন। কোরিয়া থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, দেশটিতে দেড় হাজারের বেশি বাংলাদেশী ভুয়া রাজনৈতিক আশ্রয় চেয়েছে। দেশ থেকে একশ্রেণীর দালাল নানা ধরনের ভুয়া কাগজপত্র বানিয়ে তাদের কাছে পাঠাচ্ছে। এর বিনিময়ে তারা বড় অংকের টাকাও নিচ্ছে। ওসব কাগজপত্র আইনজীবীর মাধ্যমে তারা কোর্টে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে। যদিও এখন পর্যন্ত কোন বাংলাদেশী রাজনৈতিক আশ্রয় প্রাথর্না করে আশ্রয় পাননি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তারা জানেন না। কোরিয়া কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে এ বিষয়ে কোন চিঠি বা ই-মেল দেয়নি। আমরা জানতে পারলে অবশ্যই এ বিষয়ে কি করা যায় তা দেখব। তবে বিষয়টি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে পারে বলে তিনি জানান। এ ধরনের আবেদনে বাংলাদেশের বাজার নষ্ট হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, তা তো হতেই পারে। কারণ কোরিয়ার সঙ্গে আমাদের যে চুক্তি আছে তাতে চাকরি শেষ হলে তারা দেশে ফিরে আসবে। এ ঘটনায় দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়বে। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) স্কিমের আওতায় নির্ধারিত সময়ের কাজের কন্ট্রাক্টে দেশটিতে স্থায়ীভাবে থাকার কোন সুযোগ নেই। নির্ধারিত সময়ে দেশে ফিরে না এলে দেশটি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগই বন্ধ করে দিতে পারে। যদিও শ্রমবাজারটি ছোট। তবে এই বাজার থেকে রেমিটেন্সের পরিমাণ অনেক বেশি। বাজারটি নষ্ট হলে সহজে এই বাজার উদ্ধার করা সম্ভব হবে না। ভুয়া ‘পলিটিক্যাল এসাইলাম’ চেয়ে অন্য কর্মী ও দেশের ক্ষতি করছে তারা। সূত্র মতে, কোরিয়াতে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন, তাদের শতকরা ৯৯ ভাগই বিএনপি-জামায়াতের কর্মী বলে দাবি করেছেন। অথচ দেশে থাকাকালীন তারা এই দুই সংগঠনের কর্মী ছিলেন না। তারা কোরিয়ায় ইপিএস স্কিমের আওতায় কোরিয়া চাকরি পেয়েছেন। তাদের দেশে ৬ মাসের কোরিয়ান ভাষা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে। তারা যদি বিএনপি-জামায়াতের কর্মী হতেন তখনই তাদের শনাক্ত করা যেত। কোরিয়া কর্তৃপক্ষ তাদের নিয়োগ দেয়ার সময় অঙ্গীকারনামাও নিয়েছে। চার বছর মেয়াদে তারা চাকরি নিয়ে কোরিয়ায় যান। সেখানে তারা এক দফা চাকরি বাড়াতে পারবেন। তবে এ ক্ষেত্রে মালিকের অনুমোদন থাকতে হবে। অবশ্য বেশির ভাগ ক্ষেত্রে দুই মেয়াদে তারা চাকরি করতে পারেন। এখন যা করা হচ্ছে, কোরিয়া কর্তৃপক্ষকে রীতিমত ধোঁকা দিয়ে দেশটিতে কিছু কর্মী থেকে যাওয়ার ফন্দি করছেন। এ কারণে কোরিয়ার শ্রমবাজারটি নষ্ট হতে পারে।
×