ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেনাকাটার দায়ে পদ ছাড়ছেন প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৪:৪০, ১২ মার্চ ২০১৮

কেনাকাটার দায়ে পদ  ছাড়ছেন প্রেসিডেন্ট

অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মরিশাসের প্রথম নারী প্রেসিডেন্ট আমিনাহ গারিব-ফাকিম। তার বিরুদ্ধে অভিযোগ, একটি আন্তর্জাতিক সংস্থার ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রচুর ব্যক্তিগত কেনাকাটা করা। তিনি যে পদত্যাগ করবেন, এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথ। অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট বলেছেন, তিনি কোন ভুল করেননি। ব্যয় করা অর্থের পুরোটাই তিনি ফেরত দিয়েছেন। খবরে বলা হয়েছে, সেবামূলক সংস্থাটির ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি ইতালি ও দুবাইয়ে মোটা অঙ্কের কেনাকাটা করেন। আফ্রিকা মহাদেশের একমাত্র নারী রাষ্ট্রপ্রধান আমিনাহ। ১২ মার্চ মরিশাস স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্করতে যাচ্ছে। এরপরই তিনি পদত্যাগ করবেন। আমিনাহ মরিশাসের একজন খ্যাতিমান বিজ্ঞানী। ২০১৫ সালে তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথ বলেছেন, ‘প্রেসিডেন্ট আমাকে বলেছেন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং আমরা তার পদত্যাগের বিষয়ে সম্মতি দিয়েছি।-বিবিসি অবলম্বনে।
×