ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালদীঘিতে জনসভা করার অনুমতি পেয়েছে বিএনপি

প্রকাশিত: ০৪:৩৯, ১২ মার্চ ২০১৮

 লালদীঘিতে জনসভা করার অনুমতি পেয়েছে  বিএনপি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আগামী ১৫ মার্চ চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা করতে চায় বিএনপি। এ ব্যাপারে রবিবার দুপুরে সিএমপি কমিশনার মোঃ ইকবাল বাহারের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতৃবৃন্দ। জনসভার অনুমতিও পাওয়া গেছে বলে জানিয়েছেন নেতারা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের নেতৃত্বে ৭ সদস্যের এ প্রতিনিধি দলে ছিলেন নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এমএ আজিজ, উত্তর জেলা বিএনপি নেতা চাকসু ভিপি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন ও আনোয়ার হোসেন লিপু। সিএমপি কমিশনারের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক ফলপ্রসু হয়েছে বলে জানিয়ে তারা বলেন, মাঠের বরাদ্দ এর মধ্যেই নেয়া হয়েছে। বিষয়টি পুলিশ কমিশনারকে অবহিত করা হয়েছে। সিএমপিও জনসভার ব্যাপারে আশ্বস্ত করে জানিয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচীতে কোন বাধা প্রদান করা হবে না। বিএনপি নেতা নাজিম উদ্দিন জানান, তারাও শান্তিপূর্ণভাবে লালদীঘি মাঠে জনসভা করতে চান। বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আগামী পনের মার্চ এ জনসভা আয়োজন করতে যাচ্ছে দলটি। এতে প্রধান অতিথি থাকতে পারেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তবে সবকিছু নির্ভর করছে শেষ পর্যন্ত জনসভা অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের চূড়ান্ত অনুমোদনের ওপর।
×