ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৪ কারণ দায়ী

তরুণ-তরুণীদের মধ্যে হঠাৎ আত্মহত্যার প্রবণতা বাড়ছে

প্রকাশিত: ০৪:২৫, ১২ মার্চ ২০১৮

তরুণ-তরুণীদের মধ্যে হঠাৎ আত্মহত্যার প্রবণতা বাড়ছে

জান্নাতুল মাওয়া সুইটি ॥ রাজধানীর উত্তরায় তানহা রহমান (২২) নামে এক মেডিক্যাল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার (১০ মার্চ) রাত দশটার দিকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তানহার মরদেহ উদ্ধার করা হয়। তানহা নীলফামারী সৈয়দপুর উপজেলার মজিবর রহমানের মেয়ে। তারা তিন বোন। উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি মহিলা হোস্টেল থাকতেন। উত্তরা পশ্চিম থানা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল কবির জানিয়েছেন, নিহত তানহা শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। মহিলা হোস্টেলে তানহা তার কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি। বর্তমানে তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ব্যাপকহারে বেড়েছে। মাদক, প্রেমে ব্যর্থতা, পারিবারিক কলহ, অতিরিক্ত উচ্চাকাক্সক্ষার কারণে তরুণ-তরুণীরা বেশি আত্মহত্যা করছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা করেছে মোট ৩৮। এদের মধ্যে ১১ পুরুষ ও ২৭ নারী। পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানি, পরীক্ষায় খারাপ ফল, এমনকি পছন্দের পোশাক কিনতে না পারার কারণেও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে সংবাদপত্রের বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়। অন্যদিকে, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৪ জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, ২০১৭ সালে বিভিন্ন নির্যাতনের কারণে ৪২৩ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং আরও আত্মহত্যার চেষ্টা করেছে ১৮। এর আগে পাইওনিয়ার ডেন্টাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নেপালী নাগরিক বিনিশা গত ১৯ ডিসেম্বর দুপুরের দিকে টার্ম-২ পরীক্ষার কক্ষ থেকে বেরিয়ে হোস্টেলে গিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ গিয়ে হোস্টেল কক্ষ থেকে বিনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ধরা পড়ায় ৫০ হাজার টাকা জরিমানা হওয়ায় তিনি আত্মহত্যা করেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পুলিশ সদর দফতরের সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ২৮ জন আত্মহত্যা করে। সে হিসেবে প্রতিবছর দেশে প্রায় ১০ হাজার মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন, আসল সংখ্যা এর চেয়ে বেশি। সরকারী হাসপাতালে আত্মহত্যা চেষ্টার কেস লিপিবদ্ধ করা হলেও ক্লিনিকে এসব কেস ধামাচাপা দেয়া হয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে। যথাযথ মানসিক চিকিৎসার অভাবে এই বেঁচে যাওয়া মানুষটিই আবারও আত্মহত্যার চেষ্টা করে। বর্তমান সময়ে আত্মহত্যা বেড়ে যাওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে মনোচিকিৎসা বিশারদরা বলছেন, যারা আত্মহত্যা করে তাদের ৯৫ ভাগই কোন না-কোন মানসিক রোগে ভোগেন। তাজুল ইসলামের কথায়, এই মানসিক রোগের সঠিক চিকৎসা করা গেলে আত্মহত্যা কমবে। বিশ্বজুড়ে নগরায়ণের পরিবর্তন, মানসিক রোগের প্রাদুর্ভাব, অর্থনৈতিক বৈষম্য এমনকি নারীর ক্ষমতায়নের কারণেও নারীরা সমাজ বাস্তবতার সঙ্গে নিজেকে মেলাতে পারছেন না। এমনকি বিবাহিত নারীদের ক্ষেত্রে বিয়ের আগে যৌন-সম্পর্ক স্থাপনে বাধ্য হওয়া কিংবা স্বেচ্ছায় যৌন সম্পর্কের ফলে গর্ভধারণের কারণেও অনেক নারীই আত্মহত্যার পথ বেছে নেয়।
×