ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কংগ্রেসের নেতৃত্ব ভবিষ্যতে নেহরু পরিবারের বাইরে যাবে ॥ সোনিয়া গান্ধী

প্রকাশিত: ০৪:১৭, ১২ মার্চ ২০১৮

কংগ্রেসের নেতৃত্ব  ভবিষ্যতে নেহরু  পরিবারের বাইরে যাবে ॥ সোনিয়া গান্ধী

ভারতের ইউনাইটেড প্রোগ্রেসিভ এ্যালায়েন্সের (ইউপিএ) চেয়ারপার্সন সোনিয়া গান্ধী শুক্রবার দিল্লীতে ইন্ডিয়া টুডে কনক্লেভ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, একদিন নেহরু ও গান্ধী পরিবারের বাইরের যেকোন ব্যক্তি কংগ্রেসের হাল ধরবেন। দলের নেতৃত্বও দিতে পারেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। সাংবাদিকরা সোনিয়া গান্ধীকে প্রশ্ন করেছিলেন, নেহরু ও গান্ধী পরিবারের বাইরের কারও পক্ষে কি কোন দিন কংগ্রেসের নেতৃত্ব দেয়া সম্ভব কিনা জবাবে সোনিয়া বলেন, কেন নয় একদিন সেটা হতেই পারে। গান্ধী পরিবারের নেতৃত্ব ছাড়া কংগ্রেস দলের অস্তিত্ব থাকবে কিনা এমন প্রশ্নের জবাব কংগ্রেস কর্মীদের করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ঐতিহ্যগতভাবে কংগ্রেস দলের নেতারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসেন। নিজে কখনও ক্ষমতা আঁকড়ে থাকতে চাননি জানিয়ে সোনিয়া গান্ধী মনে করিয়ে দেন ২০০৪ সালের কথা। -টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি
×