ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিউবায় জাতীয় পরিষদের নির্বাচন ॥ ক্ষমতা যাচ্ছে ক্যাস্ট্রো পরিবারে বাইরে

প্রকাশিত: ০৪:১৬, ১২ মার্চ ২০১৮

কিউবায় জাতীয় পরিষদের নির্বাচন ॥ ক্ষমতা যাচ্ছে ক্যাস্ট্রো পরিবারে বাইরে

কিউবায় রবিবার নতুন জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। প্রায় ৬০ বছরেরও বেশি সময় পর ক্যাস্ট্রো পরিবারের বাইরে থেকে নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাওয়ায় একটি সুযোগ হিসেবে একে দেখা হচ্ছে। কারণ নতুন জাতীয় পরিষদ ৮৬ বছর বয়স্ক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর উত্তরসূরি নির্বাচিত করবেন। আগামী মাসে রাউল ক্যাস্ত্রো প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এএফপি। রাউল ২০০৬ সালে বড় ভাই ও কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। কিউবায় ১৯৫৯ সালের বিপ্লব শেষে ক্ষমতা গ্রহণের পর থেকে ফিদেল সুদীর্ঘ সময় কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যান। এই নির্বাচনে ৮০ লাখ কিউবান তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জাতীয় পরিষদের ৬০৫টি আসনের জন্য সমসংখ্যক প্রার্থী নির্বাচিত হবেন। উল্লেখ করার মতো বিষয়, প্রার্থীদের মধ্যে ৩২২ জনই নারী। যা মোট প্রার্থী সংখ্যার অর্ধেকেরও বেশি। ডে-কেয়ার সেন্টারের অভিভাবক রোমান পেরেজ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ আমরা ভোট দিয়ে নতুন লোকদের নির্বাচিত করতে যাচ্ছি। এরা সরকার পরিচালনা করবেন।’ ২০১৬ সালে ফিদেল ক্যাস্ট্রো মৃত্যুর পর কিউবায় এই প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের মধ্যদিয়ে কিউবার শীর্ষ পদগুলোতে বড় ধরনের পরিবর্তন সূচিত হবে। দেশটির নতুন জাতীয় পরিষদ ৩১ সদস্যবিশিষ্ট কাউন্সিল অব স্টেট গঠন করবে।
×