ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তালতলীতে জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা হবে ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৩, ১২ মার্চ ২০১৮

তালতলীতে জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা হবে ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তালতলীতে জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলকে উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তিনি ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়। সময় এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার। শেখ হাসিনা ক্ষমতায় এলেই বঙ্গবন্ধুর স্বপ্ন তার সামনে ভেসে আসে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। বরগুনার জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত তালতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণের বিকেল ৪টায় শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং বিষয়ক সুধী সমাবেশে এ কথা বলেছেন, প্রধান অতিথি শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি। তিনি আরও বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাই এখনই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার।
×