ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড্রাগন সোয়েটারের প্রত্যেক পরিচালককে জরিমানা

প্রকাশিত: ০৪:১১, ১২ মার্চ ২০১৮

ড্রাগন সোয়েটারের প্রত্যেক পরিচালককে জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটোর এ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে কোম্পানিকে জরিমানা করেছিল নিয়ন্ত্রক সংস্থা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা সঠিকভাবে ব্যবহার না করায় সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে। এ কারণে বিএসইসি কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের জরিমানা করেছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের মধ্যে রয়েছে চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস, পরিচালক ফজলুতুন নেসা, ফাউজিয়া কামরুন তানিয়া, তাসনিয়া কামরুন আনিকা, শাফিয়া সোবহান চৌধুরী। সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে এদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×