ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাগজ খাতের লোকসানি দুই প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে বিপাকে বিনিয়োগকারী

প্রকাশিত: ০৪:১০, ১২ মার্চ ২০১৮

কাগজ খাতের লোকসানি দুই প্রতিষ্ঠানের  শেয়ার নিয়ে বিপাকে বিনিয়োগকারী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে কাগজ ও প্রকাশনা খাতের তালিকাভুক্তির সংখ্যা দুইটি। দুটি প্রতিষ্ঠানেরই আর্থিক অবস্থা নাজুক। প্রতিষ্ঠান দুটি হচ্ছে হাক্কানী পাল্প ও খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং। কোন কারণ ছাড়াই সারা বছর অস্বাভাবিকহারে দর হ্রাস বৃদ্ধির চমক দেখাচ্ছে প্রতিষ্ঠান দুটি। বাজার সংশ্লিষ্ট থেকে শুরু করে খোদ কোম্পানি কর্তৃপক্ষ কেউই বলতে পারছেন এর কারণ। ফলে প্রতিষ্ঠান দুটির শেয়ার নিয়ে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। প্রাপ্ত তথ্যমতে গত বছরের মাঝামাঝি কোন কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়তে থাকে হাক্কানী পাল্পের শেয়ারের দর। তিন মাসের ব্যবধানে শেয়ারের দর বাড়ে প্রায় ৮৩ শতাংশ। তিন মাসের ৫২ টাকা ৯০ পয়সা থেকে দর গিয়ে দাঁড়ায় ৯৭ টাকায়। এ সময়ে বাজারে গুজব ছিল প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই একটি নতুন প্রজেক্ট চালু করবে। পরবর্তীতে কোন কারণ ছাড়া আবারও শেয়ারের দর কমতে থাকে। দরে চলে আসে ৪৮ টাকায়। এদিকে দর কমার পর বর্তমানে আবারও সচল হয়েছে পুরানো গুজব। প্রতিষ্ঠানটি নতুন উৎপাদনে যাচ্ছে এমন গুজবে আবারও বাড়ছে দর। বর্তমানে এ শেয়ার লেনদেন হচ্ছে ৫৬ থেকে ৫৭ টাকার মধ্যে। বিষয়টি জানতে যোগাযোগ করা হলে এর কোন ভিত্তি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য গুজব কাজে লাগিয়ে একটি শ্রেণী ফাইদা লুটছে। প্রতিষ্ঠানের সচিব মোহাম্মদ মুসা বলেন, আমাদের প্রতিষ্ঠানের শেয়ারের দর কেন বাড়ছে সেটা বলতে পারছি না। তবে আমাদের কাছে দর বৃদ্ধির কোন সংবেদনশীল তথ্য নেই। আগামীতে নতুন টিস্যুর প্রজেক্ট চালুর বিষয়ে তিনি বলেন, আমারদের একটি প্রজেক্ট চালুর কথা রয়েছে তবে এর জন্য সময়ের প্রযোজন। ফলে এর সঙ্গে দর বৃদ্ধির কোন যোগসূত্র রয়েছে কি না তা আমার জানা নেই।
×