ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ২০ মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৪:০৯, ১২ মার্চ ২০১৮

পুঁজিবাজারে ২০ মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পতনে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারের লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স অর্ধশত পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স ৮ মাস মধ্যে সর্বনিম্ন এবং টাকার পরিমাণে লেনদেন ২০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে ২৩৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ডিএসইতে ১ বছর ৮ মাস ১ দিন অর্থাৎ ২০ মাস বা ৪১৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ১০ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ২০৯ কোটি ৫৪ লাখ টাকার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) টাকার পরিমাণে লেনদেন ২০ মাস বা ৪১৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। অর্থাৎ সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৪ লাখ টাকার। এর আগে ২০১৬ সালের ১০ জুলাই সিএসইতে লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৯ লাখ টাকার। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৩ পয়েন্টে। যা ৮ মাস ৫ দিন বা ১৭০ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এর আগে ২০১৭ সালের ৬ জুলাই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছিল। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ ও ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬৩ ও ২ হাজার ১২৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩০টি প্রতিষ্ঠান। এদের মধ্যে শেয়ার দর কমেছে ২৪৬টির বা ৭৫ শতাংশের, শেয়ার দর বেড়েছে ৫৩টির বা ১৬ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩১টির বা ৯ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মুন্নু সিরামিক, সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, জেমিনি সি ফুড, ড্রাগন সোয়েটার, মার্কেন্টাইল ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও নাহি এ্যালুুমিনিয়াম। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ, এইচআর টেক্সটাইল, হা-ওয়েল টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, আনালিমা ইয়ার্ন, প্রগতি ইন্স্যুরেন্স, উত্তরা ফাইন্যান্স ও জেমিনি সি ফুড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৮৭৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১১, সিএসই-৩০ সূচক ১৩৬, সিএসসিএক্স ৭৬ ও সিএসআই ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৪২, ১৬ হাজার ১৯০, ১০ হাজার ৭৯০ ও ১ হাজার ২১০ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, পপুলার মিউচুয়াল ফান্ড, বিবিএস ক্যাবল, কেয়া কসমেটিক, এবি ব্যাংক ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
×