ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সম্মাননা পেলেন ৮ মহীয়সী

প্রকাশিত: ০৪:০০, ১২ মার্চ ২০১৮

  সম্মাননা পেলেন  ৮ মহীয়সী

স্টাফ রিপোর্টার ॥ ‘জয়া আলোকিত নারী-২০১৮’ সম্মাননা পেলেন মহীয়সী নারী। এরা হলেন-অধ্যাপক ডা. সায়েবা আক্তার (চিকিৎসাসেবা), শাহীন সামাদ (সঙ্গীত), রুবী রহমান (সাহিত্য), অধ্যাপক ড. হোসনে আরা বেগম (সমাজসেবা), সুচিশিল্পী মৌলুদা খানম (শিল্পকলা), পারভীন মাহমুদ এফসিএ (নারীর ক্ষমতায়ন), নাসরিন সুলতানা (চ্যালেঞ্জিং পেশা) ও আঁখি খাতুন (ক্রীড়া)। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ সম্মাননা জানায় আরটিভি। রাজধানীর এক হোটেলে শুক্রবার সন্ধ্যায় এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সুইডিশ এ্যাম্বাসেডর চারলোত্তা স্লাইডার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপুমনি, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, শিরিন আখতার, নূরজাহান বেগম মুক্তা ও সাবিনা আখতার তুহিন, আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, পরিচালক বেগম বিলকিস নাহার, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও মোস্তফা কামাল, সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন, অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি, নাট্যজন রহমত আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের নারীরাও এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি সব সময়ই নারী উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে থাকেন। নারীরা আজ বিমান চালাচ্ছে, ট্রেন চালাচ্ছেন। সংসদেও তারা সমান গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া গার্মেন্টস সেক্টরেও অসংখ্য নারী কাজ করছেন। স্বাগত বক্তব্য আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আবিদা সুলতানা। নৃত্য পরিবেশন করেন নিপুণ, মেহজাবিন চৌধুরী, সাফা কবির ও টয়া। এ ছাড়াও বিশ্বখ্যাত ব্যক্তিদের লেখা প্রেমপত্র নিয়ে ৮ যুগলের ফ্যাশন রানওয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী তারিন জাহান।
×