ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশ ও ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে এামলা

প্রকাশিত: ০৩:৫৬, ১২ মার্চ ২০১৮

পুলিশ ও ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে  এামলা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১১ মার্চ ॥ কালকিনিতে আসামি নির্যাতনের অভিযোগে ওসি, ইউপি চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তাসহ ৮ ব্যক্তির বিরুদ্ধে মাদারীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি সদস্য খবির মৃধার বাবা নূরু মৃধা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। জানা যায়, কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা, তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ, খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মহিদুল ইসলাম, উপ-পরিদর্শক বিল্লাল শিকদার, সহকারী উপ-পরিদর্শক রাজিবুল এবং তাদের সহযোগী হিসেবে রশিদ মুনশি, বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওরফে সুমন বেপারী ও তার ভাই রাজন বেপারিকে আসামি করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের আদালতে মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক বলেন, আমরা এখনো কোন আদালতের আদেশ পাইনি। আমরা আদালতের আদেশ পেলে সেই মোতাবেক তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।
×