ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:৫৬, ১২ মার্চ ২০১৮

কৃষক হত্যার দায়ে একজনের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ মার্চ ॥ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বালিয়াডাঙ্গীতে আব্দুল হক নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল খালেক (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। রবিবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা দায়রা জজ হায়দার আলী এ রায় প্রদান করেন। দ-িত আসামি আব্দুল খালেক বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দীনের ছেলে। তার উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়। জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের আব্দুল হকের সঙ্গে প্রতিবেশী আব্দুল খালেকের পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১২ সালের ৯ আগস্ট সকালে আসামি আব্দুল খালেক ধারালো ছোরা নিয়ে ঘরে ঢুকে আব্দুল হককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে লোকজন এসে উদ্ধার করে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর ১ টায় মারা যায় আব্দুল হক।
×