ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৩:৫৫, ১২ মার্চ ২০১৮

রাঙ্গামাটিতে ইউপিডিএফ  নেতাকে কুপিয়ে  হত্যা

নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি, ১১ মার্চ ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম উপজেলা বাঘাইছড়ির মধ্যম বঙ্গলতলির বালুখালী এলাকায় শনিবার গভীর রাতে ইউপিডিএফ এর এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম নতুন মনি চাকমা (৪৫)। জানা গেছে, নতুন মনি চাকমা তার অপরসঙ্গী সুদর্শন চাকমাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার সময়ে সুর্দশন তাকে ঘর থেকে ডেকে কিছুদূর নিয়ে যায়। সেখানে সুর্দশন আরও কয়েকজন সদস্য নিয়ে নতুনকে কুপিয়ে হত্যা করে চলে যায়। . গাজীপুরে ইটভাঁটি মালিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, নিখোঁজের একদিন পর ইটভাঁটি মালিকের হাত-পা বাঁধা লাশ রবিবার একটি বিদ্যালয়ের পাশের গর্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদুর রহমান সদু ম-ল (৫৫) গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকায় কলিম উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুর ১২টার দিকে সদু ম-লের সঙ্গে তার পরিবারের শেষ যোগাযোগ হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। . সাভারে দুই যুবকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, পৃথক স্থান থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ড ও কাউন্দিয়া এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন ভোর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের ছয়তলা ভাড়া বাড়ির একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় বাদল মিয়া নামের এক যুবকের মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা। অপরদিকে, এদিন সকালে কাউন্দিয়া এলাকার ফুফুরবাড়ি থেকে শরিফ নামের অপর এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। . সিরাজগঞ্জে যুবক স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, রায়গঞ্জে সত্যেন রায় (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইল বাসস্ট্যান্ডের অদূরে একটি কড়ই গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
×