ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজশাহীতে কলেজ অধ্যক্ষের শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৪, ১২ মার্চ ২০১৮

রাজশাহীতে কলেজ  অধ্যক্ষের শাস্তির  দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক এক কলেজ অধ্যক্ষের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। নগরীর উপকণ্ঠ কাপাশিয়া এলাকায় অবস্থিত ‘মহানগর টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট’ নামের এই কলেজটির অধ্যক্ষ জহুরুল আলম রিপনের বিরুদ্ধে এই বিক্ষোভ করে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রবিবার সকালে কাপাশিয়া এলাকায় মানববন্ধন শেষে তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা অধ্যক্ষ রিপনের কুশপুত্তলিকা দাহ করেন। এই বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে কাটাখালি থানা পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এলাকাবাসী জানায়, সম্প্রতি অধ্যক্ষ রিপনের বিরুদ্ধে তার কলেজের স্কুল শাখার নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এ নিয়ে আন্দোলনে নামেন এলাকাবাসী। পরে পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে অভিযোগের তদন্ত করা হয়। এ নিয়ে থানায় মামলা হলে গত বৃহস্পতিবার পুলিশ ওই অধ্যক্ষকে গ্রেফতার করে। এর আগে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে কাটাখালি থানায় মামলা দায়ের করেন। জানা যায়, সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি নিজ অফিস কক্ষেই এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালান অধ্যক্ষ। এ নিয়ে পরদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এরপর গত ৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীসহ আরও দুই ছাত্রী, এক শিক্ষিকা অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন।
×