ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌন্দর্যবর্ধনে জামালখানে হবে ৩৬ চট্টল মনীষীর ম্যুরাল

প্রকাশিত: ০৩:৫৩, ১২ মার্চ ২০১৮

সৌন্দর্যবর্ধনে জামালখানে  হবে ৩৬ চট্টল  মনীষীর  ম্যুরাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর সৌন্দর্যবর্ধন কাজের ধারাবাহিকতায় এবার জামালখান সড়কে স্থান পাচ্ছে ৩৬ ‘চট্টল মনীষী’র ম্যুরাল। কাজির দেউড়ি থেকে আবদুল করিম সাহিত্য বিশারদ সড়কের মুখ পর্যন্ত সড়ক বিভাজকে স্থান পাবে টাইলসের ওপর করা এই ম্যুরাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে এর বাস্তবায়ন কাজ শুরু হবে চলতি মাসের শেষদিকে। কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় নগরীর সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলেছে। এরই মধ্যে সিটি গেট এবং জামাল খান সড়কের খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় মোড় এলাকা টেরাকোটায় দৃষ্টিনন্দন করা হয়েছে। স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস এবং দেশের আন্দোলন সংগ্রাম ও শিল্প সংস্কৃতিতে অবদান রাখা কৃতী সন্তানদের ম্যুরাল। এবার স্থাপন করা হচ্ছে চট্টগ্রামের বিশিষ্ট মনীষীদের ম্যুরাল। প্রাথমিকভাবে ৩৬ মনীষীর নাম নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, কাজেম আলী মাস্টার, আবদুল করিম সাহিত্যবিশারদ, আবুল ফজল, কবি মাহবুব উল আলম চৌধুরী, সাহিত্যিক মাহবুবুল আলম, এমএ আজিজ, ড. জামাল নজরুল ইসলাম, কবি আল রমেশ শীল, কবি আবদুল করিম, ড. আহমেদ শরীফ, শহীদ নূতন চন্দ্র সিংহ, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, এবিএম মহিউদ্দিন চৌধুরী, শ্যাম সুন্দর বৈঞ্জব, শেফালী ঘোষ, আহমেদ ছফা প্রমুখ। তিনি জানান, চট্টগ্রাম নগরীর অনেক দৃষ্টিনন্দন স্পট রয়েছে যেখানে অজ¯্র ম্যুরাল করা সম্ভব। এতে করে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নাম এবং কর্ম তুলে ধরা সম্ভব হবে।
×