ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রংপুরে দুই বাসযাত্রী, রাজশাহীতে ট্রলি চালক, নাটোরে ইমাম ও ফরিদপুরে পথচারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের

সড়ক দুর্ঘটনায় ইমামসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৩:৫৩, ১২ মার্চ ২০১৮

সড়ক দুর্ঘটনায়  ইমামসহ   নিহত পাঁচ

রংপুর রংপুর-ঢাকা মহাসড়কে মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকার ইসলামপুর আদর্শপাড়ায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন । রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হাকিম জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁগামী হিমেল পরিবহনের একটি নৈশকোচ দমদমা ব্রিজ এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে দুই বাসযাত্রী নিহত হন। এরা হলেন, আব্দুল আজিজ (৫৫), বাড়ি আশুলিয়া, অপরজন হলেন শাহজাহান মিয়া (৪৫) বাড়ি দিনাজপুর জেলায়। আহত ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান। . রাজশাহী সড়ক দুর্ঘটনায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। তার নাম লিটন আলী (২৫)। তিনি মহানগরীর মতিহার থানার চাপাপুকুর মহল্লার আকবর আলীর ছেলে। রবিবার দুপুরে নওদাপাড়া বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, দুপুর ১টার দিকে একটি ট্রাক লিটনের ট্রলিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলি থেকে পড়ে যান চালক লিটন। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জানান, নিহত লিটনের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে। . নাটোর সিংড়ায় মাটিবাহী ট্রলির ধাক্কায় আবু সালাইন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সালাইন সিংড়া কুশাবাড়ি মসজিদের ইমাম ও সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার ইব্রাহীম আকন্দের ছেলে। পুলিশ জানায়, সকালে কুশাবাড়ি থেকে আবু সালাইন মোটরসাইকেলযোগে সিংড়া যাচ্ছিলেন। পথে শেরকোল এলাকায় পৌঁছালে মাটিবাহী ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। . ফরিদপুর ট্রাকের নিচে চাপা পড়ে শুকুর মিয়া নামের এক পথচারী নিহত হয়েছে। রবিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর পৌর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুকুর মিয়া (৪৮) শহরের শোভারামপুর এলাকার সামাদ মিয়ার ছেলে। তিনি চার ছেলে ও এক মেয়ের বাবা। মাটিভর্তি ওই ট্রাকটি আগে থেকে সড়কের দক্ষিণ পাশে দাঁড়ানো ছিল। পথচারী শুকুর মিয়া ওই ট্রাকের পেছন দিয়ে যাচ্ছিলেন। এ সময় চালক ট্রাকটি পেছনের দিকে সরাতে গিয়ে শুকুরকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
×